UC Survey On Lockdown: ৭৬ শতাংশ ডিজিটাল ইউজ়ার মনে করেন লকডাউন বাড়ানো উচিত

দেশজুড়ে ২১ দিনের লকডাউন (Lockdown) আগামী সপ্তাহে শেষ হতে চলেছে। এরই মধ্যে লকডাউনের দিন আরও বাড়ানো উচিত কিনা তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বলা যেতে পারে, এটা এখন ‘হট টপিক’। ইতিমধ্যেই অনেক রাজ্যই লকডাউনের সময়সীমা বাড়ানোর আবেদন করেছে। যাতে দেশজুড়ে বেড়ে চলা করোনাভাইরাসের (Coronavirus) প্রকোপ আটকানো যায়। এরইমধ্যে ওড়িশা (Odisha) আবার দেশের প্রথম রাজ্য হিসেবে লকডাউনের সময়সীমা বাড়িয়েছে। নবীন পট্টনায়ক সরকার অবশ্য কেন্দ্রের অনুমতির জন্য অপেক্ষা করেনি। তারা ইতিমধ্যেই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের দিন বাড়িয়েছে। তাছাড়া আজই লকডাউন ১ মে পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে পঞ্জাব (Punjab)সরকার।

পাটনায় লকডাউনের সময় পুলিশি টহল (Photo Credits: IANS)

দিল্লি, ১০ এপ্রিল: দেশজুড়ে ২১ দিনের লকডাউন (Lockdown) আগামী সপ্তাহে শেষ হতে চলেছে। এরই মধ্যে লকডাউনের দিন আরও বাড়ানো উচিত কিনা তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বলা যেতে পারে, এটা এখন ‘হট টপিক’। ইতিমধ্যেই অনেক রাজ্যই লকডাউনের সময়সীমা বাড়ানোর আবেদন করেছে। যাতে দেশজুড়ে বেড়ে চলা করোনাভাইরাসের (Coronavirus) প্রকোপ আটকানো যায়। এরইমধ্যে ওড়িশা (Odisha) আবার দেশের প্রথম রাজ্য হিসেবে লকডাউনের সময়সীমা বাড়িয়েছে। নবীন পট্টনায়ক সরকার অবশ্য কেন্দ্রের অনুমতির জন্য অপেক্ষা করেনি। তারা ইতিমধ্যেই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের দিন বাড়িয়েছে। তাছাড়া আজই লকডাউন ১ মে পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে পঞ্জাব (Punjab) সরকার।

বর্তমানে যেখানে দেশে প্রতি ২৪ ঘণ্টায় শয়ে-শয়ে মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে UC ব্রাউজ়ার এক সমীক্ষা চালিয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, করোনা রুখতে লকডাউনের দিন বা সময়সীমা কি বাড়ানো উচিত? এই প্রশ্নের উত্তরে ৭৬ শতাংশ ডিজিটাল ইউজ়ার মনে করেছেন, করা উচিত। আরও পড়ুন: Coronavirus Lockdown: ১ মে পর্যন্ত লকডাউন পঞ্জাবে

UC ব্রাউজ়ারের তরফে হিন্দি, ইংরেজি, বাংলা সহ দেশের প্রধান সব ভাষাভাষীর মানুষের কাছে এই প্রশ্ন রেখেছিল। মোট ১ লক্ষ ২২ হাজার ৬৭৯ জন এই সমীক্ষায় অংশ নিয়েছিল। যার মধ্যে ৯২ হাজার ১৪৯ জন মন করেন ‘হ্যাঁ’ লকডাউনের সময়সীমা বাড়ানো উচিত যেখানে ৩০ হাজার মানুষ মনে করেন ২১ দিন পরেই লকডাউন তুলে দেওয়া দরকার।