Shravani Mela Special Train: বাকি আর কয়েকদিন! ভক্তদের সুবিধায় শ্রাবণী মেলায় যাতায়ত সহজ করতে পূর্ব রেলের দুটি বিশেষ ট্রেন চালু
২০২৫ সালের শ্রাবণী মেলা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। কাঁওয়ারীয়দের "বোল বাম" মন্ত্রে ধ্বনিত হতে চলেছে বাবা বৈদ্যনাথ ধাম।এই শুভ উপলক্ষে শ্রাবণী মেলায় ভক্তদের যাতায়ত সহজ করার জন্য, পূর্ব রেলওয়ে 05027/05028 দেওঘর - বারহনী - দেওঘর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেনটি আগামী ৯ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত চালাবে। রেলের তরফে ৩৩টি ট্রিপ চালানো হবে বলে জানানো হয়েছে।
দেওঘর - বারহনী - দেওঘর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন-এর সময়সূচীঃ-
০৫০২৮ বারহনী-দেওঘর শ্রাবণী মেলা স্পেশাল প্রতিদিন বিকাল সাড়ে পাঁচটায় বারহনী থেকে ছেড়ে পরের দিন দুপুর ১ টায় দেওঘরে পৌঁছাবে। ১০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত (৩৩ ট্রিপ) ০৫০২৭ দেওঘর - বারহনী শ্রাবণী মেলা স্পেশালটি দেওঘর থেকে বিকাল পৌনে ছটায় ছাড়বে। পরদিন বেলা সাড়ে ১২টায় সেটির বারহনী পৌঁছানোর কথা। স্পেশাল ট্রেনটি থামবে সোহরতগড়, সিদ্ধার্থ নগর, আনন্দ নগর, গোরখপুর, চৌরি চৌরা, দেওরিয়া সদর, ভাটনি, মাইরওয়া, সিওয়ান, একমা, ছাপরা, দিঘওয়ারা, সোনপুর, হাজিপুর, দেসারি, শাহপুর পাতোরি, বাছওয়াড়া, বারাউনি, বেগুসারাই, মঙ্গলপুর, সাহিবপুর কমল, মঙ্গির, সুলতানগঞ্জ, ভাগলপুর, বড়হাট জং এবং বাঙ্কা জংশন। ট্রেনের উভয় দিকে শ স্টেশনয়পড়বে। ট্রেনটিতে সাধারণ সেকেন্ড ক্লাস এবং স্লিপার ক্লাস থাকার ব্যবস্থা থাকবে।
শ্রাবণী মেলা একটি পবিত্র তীর্থযাত্রা যা দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্তকে আকর্ষণ করে। পবিত্র শ্রাবণ মাসে (জুলাই-আগস্ট) এই বিশাল সমাবেশ হয় দেওঘরের বৈদ্যনাথ ধামে ভগবান শিবের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য।
Train
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)