Pujo Special Train BY NFR: উৎসবে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে তিন জোড়া পূজো স্পেশাল ট্রেন, দেখুন বিস্তারিত
এই পূজো স্পেশাল ট্রেনগুলি কাটিহার-অমৃতসর-কাটিহার, রাঙাপাড়া নর্থ-প্রয়াগরাজ জং.-রাঙাপাড়া নর্থ ও নারেঙ্গি-গোরখপুর-নারেঙ্গির মধ্যে চলাচল করবে।উৎসব স্পেশাল ০৫৭৩৬ (কাটিহার-অমৃতসর) এগারোটি ট্রিপের জন্য আগামী১৮ সেপ্টেম্বর থেকে ২৭ নভেম্বর, পর্যন্ত প্রত্যেক বুধবার করে কাটিহার থেকে রাত ৯ টায় রওনা দিয়ে শুক্রবার সকাল ৯ টা ৪৫ মিনিটে অমৃতসর পৌঁছবে।
আসন্ন উৎসব মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে তিন জোড়া পূজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পূজো স্পেশাল ট্রেনগুলি কাটিহার-অমৃতসর-কাটিহার, রাঙাপাড়া নর্থ-প্রয়াগরাজ জং.-রাঙাপাড়া নর্থ ও নারেঙ্গি-গোরখপুর-নারেঙ্গির মধ্যে চলাচল করবে।উৎসব স্পেশাল ০৫৭৩৬ (কাটিহার-অমৃতসর) এগারোটি ট্রিপের জন্য আগামী১৮ সেপ্টেম্বর থেকে ২৭ নভেম্বর, পর্যন্ত প্রত্যেক বুধবার করে কাটিহার থেকে রাত ৯ টায় রওনা দিয়ে শুক্রবার সকাল ৯ টা ৪৫ মিনিটে অমৃতসর পৌঁছবে।ফেরত যাত্রার সময় উৎসব স্পেশাল ০৫৭৩৫ (অমৃতসর-কাটিহার) এগারোটি ট্রিপের জন্য আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর, পর্যন্ত প্রত্যেক শুক্রবার করে অমৃতসর থেকে দুপুর ১ টা ২৫ মিনিটে রওনা দিয়ে পরের দিন রাত ১১ টা ৪৫ মিনিটে কাটিহার পৌঁছবে।উভয় পথে যাত্রার সময় ট্রেনটি আরারিয়া কোর্ট, ফরবেশগঞ্জ, দারভাঙ্গা জংশন, গোরখপুর জংশন গোন্ডা জংশন, বেরেইলি, রুরকি ও জলন্ধর সিটি স্টেশন হয়ে চলাচল করবে।
উৎসব স্পেশাল ০৫৮৩১ (রাঙাপাড়া নর্থ-প্রয়াগরাজ জং.) দশটি ট্রিপের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ০১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার করে রাঙাপাড়া নর্থ থেকে সকাল ৯ টায় রওনা দিয়ে পরের দিন দুপুর ১২ টা ৪০ মিনিটে প্রয়াগরাজ জংশনে পৌঁছবে. ফেরত যাত্রার সময় উৎসব স্পেশাল ট্রেন ০৫৮৩২ (প্রয়াগরাজ জংশন-রাঙাপাড়া নর্থ) দশটি ট্রিপের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর থেকে দোসরা ডিসেম্বর, পর্যন্ত প্রত্যেক সোমবার করে প্রয়াগরাজ জং. থেকে বিকেল ৫ টা ৪০ মিনিটে রওনা দিয়ে পরের দিন রাত ১০ টা ৫০ মিনিটে রাঙাপাড়া নর্থ পৌঁছবে।উভয় পথে যাত্রার সময় ট্রেনটি রঙিয়া জংশন , নিউ বঙাইগাঁও, ফকিরাগ্রাম, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, নউগাছিয়া, খাগারিয়া জং., হাজিপুর জংশন, পাটলিপুত্র ও বক্সার স্টেশন হয়ে চলাচল করবে।
আরেকটি উৎসব স্পেশাল ট্রেন ০৫৬৩৩ (নারেঙ্গি-গোরখপুর) চারটি ট্রিপের জন্য আগামী ৩ থেকে ২৪ অক্টোবর, পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে নারেঙ্গি থেকে দুপুর ১ টা ২০ মিনিটে রওনা দিয়ে পরের দিন দুপুর ১ টায় গোরখপুর পৌঁছবে. ফেরত যাত্রার সময় উৎসব স্পেশাল ট্রেন ০৫৬৩৪ (গোরখপুর-নারেঙ্গি) চারটি ট্রিপের জন্য আগামী ৪ থেকে ২৫ অক্টোবর, পর্যন্ত প্রত্যেক শুক্রবার করে গোরখপুর থেকে রাত ৮ টা ৫৫ মিনিটে রওনা দিয়ে পরের দিন রাত ১১ টা ১০ মিনিটে নারেঙ্গি পৌঁছবে।ট্রেনটি রঙিয়া জংশন কোকরাঝাড়, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, কাটিহার, খাগারিয়া জংশন বারাউনী জংশন, সোনপুর, ছাপরা ও সিওয়ান জংশন স্টেশন হয়ে চলাচল করবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর।