Pujo Special Train BY NFR: উৎসবে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে তিন জোড়া পূজো স্পেশাল ট্রেন, দেখুন বিস্তারিত

এই পূজো স্পেশাল ট্রেনগুলি কাটিহার-অমৃতসর-কাটিহার, রাঙাপাড়া নর্থ-প্রয়াগরাজ জং.-রাঙাপাড়া নর্থ ও নারেঙ্গি-গোরখপুর-নারেঙ্গির মধ্যে চলাচল করবে।উৎসব স্পেশাল ০৫৭৩৬ (কাটিহার-অমৃতসর) এগারোটি ট্রিপের জন্য আগামী১৮ সেপ্টেম্বর থেকে ২৭ নভেম্বর, পর্যন্ত প্রত্যেক বুধবার করে কাটিহার থেকে রাত ৯ টায় রওনা দিয়ে শুক্রবার সকাল ৯ টা ৪৫ মিনিটে অমৃতসর পৌঁছবে।

Pujo Special Train by NFR Photo Credit: X@airnews_kolkata

আসন্ন উৎসব মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে তিন জোড়া পূজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পূজো স্পেশাল ট্রেনগুলি কাটিহার-অমৃতসর-কাটিহার, রাঙাপাড়া নর্থ-প্রয়াগরাজ জং.-রাঙাপাড়া নর্থ ও নারেঙ্গি-গোরখপুর-নারেঙ্গির মধ্যে চলাচল করবে।উৎসব স্পেশাল ০৫৭৩৬ (কাটিহার-অমৃতসর) এগারোটি ট্রিপের জন্য আগামী১৮ সেপ্টেম্বর থেকে ২৭ নভেম্বর, পর্যন্ত প্রত্যেক বুধবার করে কাটিহার থেকে রাত ৯ টায় রওনা দিয়ে শুক্রবার সকাল ৯ টা ৪৫ মিনিটে অমৃতসর পৌঁছবে।ফেরত যাত্রার সময় উৎসব স্পেশাল ০৫৭৩৫ (অমৃতসর-কাটিহার) এগারোটি ট্রিপের জন্য আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর, পর্যন্ত প্রত্যেক শুক্রবার করে অমৃতসর থেকে দুপুর ১ টা ২৫ মিনিটে রওনা দিয়ে পরের দিন রাত ১১ টা ৪৫ মিনিটে কাটিহার পৌঁছবে।উভয় পথে যাত্রার সময় ট্রেনটি আরারিয়া কোর্ট, ফরবেশগঞ্জ, দারভাঙ্গা জংশন, গোরখপুর জংশন গোন্ডা জংশন, বেরেইলি, রুরকি ও জলন্ধর সিটি স্টেশন হয়ে চলাচল করবে।

উৎসব স্পেশাল ০৫৮৩১ (রাঙাপাড়া নর্থ-প্রয়াগরাজ জং.) দশটি ট্রিপের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ০১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার করে রাঙাপাড়া নর্থ থেকে সকাল ৯ টায় রওনা দিয়ে পরের দিন দুপুর ১২ টা ৪০ মিনিটে প্রয়াগরাজ জংশনে পৌঁছবে. ফেরত যাত্রার সময় উৎসব স্পেশাল ট্রেন ০৫৮৩২ (প্রয়াগরাজ জংশন-রাঙাপাড়া নর্থ) দশটি ট্রিপের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর থেকে দোসরা ডিসেম্বর, পর্যন্ত প্রত্যেক সোমবার করে প্রয়াগরাজ জং. থেকে বিকেল ৫ টা ৪০ মিনিটে রওনা দিয়ে পরের দিন রাত ১০ টা ৫০ মিনিটে রাঙাপাড়া নর্থ পৌঁছবে।উভয় পথে যাত্রার সময় ট্রেনটি রঙিয়া জংশন , নিউ বঙাইগাঁও, ফকিরাগ্রাম, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, নউগাছিয়া, খাগারিয়া জং., হাজিপুর জংশন, পাটলিপুত্র ও বক্সার স্টেশন হয়ে চলাচল করবে।

আরেকটি উৎসব স্পেশাল ট্রেন ০৫৬৩৩ (নারেঙ্গি-গোরখপুর) চারটি ট্রিপের জন্য আগামী ৩ থেকে ২৪ অক্টোবর, পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে নারেঙ্গি থেকে দুপুর ১ টা ২০ মিনিটে রওনা দিয়ে পরের দিন দুপুর ১ টায় গোরখপুর পৌঁছবে. ফেরত যাত্রার সময় উৎসব স্পেশাল ট্রেন ০৫৬৩৪ (গোরখপুর-নারেঙ্গি) চারটি ট্রিপের জন্য আগামী ৪ থেকে ২৫ অক্টোবর, পর্যন্ত প্রত্যেক শুক্রবার করে গোরখপুর থেকে রাত ৮ টা ৫৫ মিনিটে রওনা দিয়ে পরের দিন রাত ১১ টা ১০ মিনিটে নারেঙ্গি পৌঁছবে।ট্রেনটি রঙিয়া জংশন কোকরাঝাড়, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, কাটিহার, খাগারিয়া জংশন বারাউনী জংশন, সোনপুর, ছাপরা ও সিওয়ান জংশন স্টেশন হয়ে চলাচল করবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর।

 



@endif