IPL Auction 2025 Live

শুধুমাত্র একটা এসএমএস, তাতেই হবে প্যানের সঙ্গে আধার লিংক

আপনার সঙ্গে থাকা প্যান কার্ডটিতে আধার লিংক(Pan-Aadhar link) করার যাবতীয় বন্দোবস্ত করছে স্বয়ং আয়কর দপ্তর আয়কর দপ্তর নিজের গরজেই দেশবাসীর প্যান নম্বরে আধার লিংক চাইছে।এই লিংকটি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে শুধুমাত্র কয়েকমিনিট সময় খরচ করুন।

প্রতীকী ছবি(Photo Credit: Wikimedia commons)

আজকের দিনে আধার নম্বরের গুরুত্ব অপরিসীম।তাই পাঁচ বছর বয়স থেকে শুরু করে নবতীপর বৃদ্ধ বৃদ্ধা সবাইকেই আধার অন্তর্ভুক্তির আওতায় আসতে হবে।এবার প্যান কার্ডের সঙ্গে আধারের লিংক করিয়ে দেওয়াটাও জরুরি হয়ে পড়েছে।বিষয়টি নিয়ে একদম তাড়াহুড়ো করবেন না, আপনার সঙ্গে থাকা প্যান কার্ডটিতে আধার লিংক(Pan-Aadhar link) করার যাবতীয় বন্দোবস্ত করছে স্বয়ং আয়কর দপ্তর আয়কর দপ্তর নিজের গরজেই দেশবাসীর প্যান নম্বরে আধার লিংক চাইছে।এই লিংকটি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে শুধুমাত্র কয়েকমিনিট সময় খরচ করুন।একটি মাত্র এসএমএস, তাতেই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিংক হয়ে যাবে।কীভাবে করবেন তা জানতে গেলে এই প্রতেবেদনটি আপনাকে পড়তেই হচ্ছে।

প্রথমত আয়কর দপ্তরের এই এসএমএস পরিষেবা পেতে গেলে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান।সেখানে UIDPN  টাইপ করুন তারপর স্পেস দিয়ে আপনার ১২ ডিজিটের আধার নম্বরটি লিখুন তারপর প্যান নম্বর লিখে 567678 বা 56161 নম্বরে পাঠিয়ে দিন।উদাহরণ স্বরূপ (UIDPN-space- Aadhar no xxxxxx87. Pan no.xxxx100) এভাবেই টাইপ করে মেসেজটি সংশ্লিষ্ট নম্বর দুটির যেকোনও একটিতে পাঠিয়ে দিন।

মনে রাখবেন এসএমএসের প্রথম ১২ সংখ্যাটি আপনার আধার নম্বর হওয়া চাই।যদি আধার ও প্যান কার্ডে গ্রাহকের নামের কোনও গোলমাল থেকে থাকে তাহলেও কোনও সমস্যা নেই।সেক্ষেত্রেও আপনার মোবাইল থেকে এসএমএসটি সেন্ড হওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি ওটিপি চলে আসবে সেটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিলেই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিংক হয়ে গেল।

অনেক সময় আধার কার্ডে অনেকরকম ভুল থাকতে পারে।কোথাও গ্রাহকের নাম বা ঠিকানা ফোন নম্বর এমনকী, লিঙ্গের ভুল।সেসবও অনলাইনেই সমাধান করে নিতে পারেন।শুধু UIDAI পোর্টালে গিয়ে আপনাকে ভুলগুলি একটু শুধরে নিতে হবে। একইভাবে প্যান কার্ডে কোনও ভুল সংশোধনীর বিষয় থাকলে অবশ্যই ন্যাশনাল সিকিওরিটি ডিপোজিটরি লিমিটেড ওয়েবসাইটে গিয়ে সংশোধনের ফর্ম ভরতে হবে।তাহলেই দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে।

বলা বাহুল্য, আধার কার্ড নিয়ে সমস্যার অন্ত নেই।এরাজ্যে বেশ কয়েক দফায় আধার কার্ড তৈরি হয়েছে।বার বারই কোনও না কোনও ত্রুটি সামনে চলে আসে। কখনও পঞ্চায়েতের গাফিলতি সামনে আসে কখনও পুরসভার তবে কার্যক্ষেত্রে কেউই নিজেদের দোষ স্বীকার করতে চান না। বছর দুয়েক আগে হাওড়ার এক বাসিন্দার আধার কার্ডে নাম ঠিকঠাক থাকলেও ছবিটি গোলমাল ছিল।সেনিয়ে কম চাপানউতোর হয়নি, তবে পরবর্তিতে ফের ছবি বদলের ব্যবস্থা করে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে।