First Phase of Bihar Assembly Elections 2025: বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার আজ সন্ধ্যায় শেষ হচ্ছে; টাকা,গয়না সহ ১০৮.১৯ কোটি টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন

Bihar Elections 2025. Four Main faces. (Photo Credits:X)

বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার  আজ সন্ধ্যায় শেষ হবে। ১৮টি জেলার ১২১টি বিধানসভা আসনে বিকাল ৫টা অবধি এনডিএ, মহাজোট এবং অন্যান্য দলের তারকা প্রচারকরা তাদের প্রার্থীদের জয় নিশ্চিত করার জন্য নির্বাচনী সমাবেশ, জনসভা এবং রোডশো করে তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করবেন।।আগামী  ৬ নভেম্বর কড়া নিরাপত্তার মধ্যে এই পর্বের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের প্রচারের শেষ দিনে বিজেপি জাতীয় সভাপতি জে. পি. নাড্ডা আজ ভোজপুর এবং গয়াতে নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। দলের তারকা প্রচারক এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈশালী, পাটনা, সহরসা এবং মুঙ্গের জেলায় পৃথক জনসভায় ভাষণ দেবেন। এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দারভাঙ্গা, পূর্ব চম্পারণ এবং পশ্চিম চম্পারণ জেলায় এনডিএ প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন।

মহাজোট থেকে কংগ্রেসের প্রবীণ নেতারা আজ গয়া এবং ঔরঙ্গাবাদে প্রচার করবেন। মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব সমষ্টিপুর, বেগুসরাই, সহরসা, দরভাঙ্গা, মুজাফফরপুর এবং বৈশালী জেলা জুড়ে বিভিন্ন নির্বাচনী এলাকায়  ১৭টি নির্বাচনী সভায় ভাষণ দেবেন। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব মহাগঠবন্ধন মনোনীত প্রার্থীদের সমর্থনে গয়াতে একটি জনসভায় ভাষণ দেবেন।

বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন ও ৮টি কেন্দ্রের উপ - নির্বাচনের প্রাক্কালে চলছে কমিশনের নজরদারি। ইতিমধ্যেই আদর্শ আচরণবিধি চালু রয়েছে। সেইসঙ্গে চলছে তল্লাশি অভিযান। জাতীয় নির্বাচন কমিশনের তরফেও সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। ৮২৪ টি ফ্লাইং স্কোয়াড সেখানে ঘুরছে। এ পর্যন্ত সেখানে বাজেয়াপ্তের পরিমাণ ১০৮. ১৯ কোটি টাকা ছাড়িয়ে গেল। এর মধ্যেই রয়েছে নগদ টাকা থেকে শুরু করে পানীয়, ড্রাগ, মূল্যবান অলঙ্কার ইত্যাদি। কেন্দ্রীয় তদন্তকারী নানা সংস্থা এ নিয়েই লাগাতর কাজ করছে। তবে, সাধারণ নাগরিকদের কাছে তল্লাশি অভিযানের সময় যেন কোন সমস্যার সৃষ্টি না হয় তা আগাম জানিয়ে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবেই বা অনভিপ্রেত ঘটনায় তৎপরতা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement