Change Your AADHAAR Address Online: আধার কার্ডে ঠিকানা ভুল, এই পদ্ধতিতে অনলাইনেই ঠিক করে নিন ঠিকানা
আধার (AADHAAR) কার্ডে ঠিকানা ভুল আছে। ভাবছেন কীভাবে বদলাবেন। যদিও লকডাউনে আটকে বাড়িতে। চিন্তা নেই, সমস্যা মেটাতে হাজির Unique Identification Authority of India। বাডির ঠিকানা বদল করা এখন বেশ সহজ হয়ে গেছে ৷ এবার মোবাইল ফোন থেকে একটি ছবি তুলে বাড়িতে বসেই অনলাইনে আধার কার্ডে বাড়ির ঠিকানা বদল করতে পারবেন ৷ UIDAI জানিয়েছে যে প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি তুলে নিজের ফোন থেকে আপলোড করতে হবে ৷ দিতে হবে না কোনও বাড়তি চার্জ ৷
নতুন দিল্লি, ১৭ এপ্রিল: আধার (AADHAAR) কার্ডে ঠিকানা ভুল আছে। ভাবছেন কীভাবে বদলাবেন। যদিও লকডাউনে আটকে বাড়িতে। চিন্তা নেই, সমস্যা মেটাতে হাজির Unique Identification Authority of India। বাডির ঠিকানা বদল করা এখন বেশ সহজ হয়ে গেছে ৷ এবার মোবাইল ফোন থেকে একটি ছবি তুলে বাড়িতে বসেই অনলাইনে আধার কার্ডে বাড়ির ঠিকানা বদল করতে পারবেন ৷ UIDAI জানিয়েছে যে প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি তুলে নিজের ফোন থেকে আপলোড করতে হবে ৷ দিতে হবে না কোনও বাড়তি চার্জ ৷
UIDAI এই সংক্রান্ত একটি ভিডিয়ো ইউটিউবে আপলোড করেছে৷ এই ভিডিয়োতে বাড়ির ঠিকানা বদলানোর সমস্ত পদ্ধতি দেওয়া আছে ৷ চলুন দেখে নেওয়া যাক কীভাবে ঠিক করবেন আপনার ঠিকানা। আরও পড়ুন: Make Alcohol At Home: লকডাউনে অমিল, কীভাবে বাড়িতেই তৈরি করবেন মদ?
প্রথমে https://uidai.gov.in/ ওয়েবসাইটে যান
এরপর Update Aadhaar-এ ক্লিকে দেখুন আছে 'Online Address Update'। তাতে ক্লিক করতে হবে
এবার নতুন একটি ট্যাব খুলে যাবে। সেখানে গিয়ে Proceed To Update Address-এ ক্লিক করুন। আবারও একটা ট্যাাব খুলে যাবে। এবার সেখানে আধার নম্বর, ক্যাপচা ভেরিফিকেশন দিয়ে Send OTP তে ক্লিক করুন
আপনার রেজিষ্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে ৷ ওটিপি দিয়ে লগইন বটনে ক্লিক করুন
এই পেজে এবার Update Address via Address Proof, Update Address via Secred Code অপশন দেওয়া হবে ৷ অনলাইন অ্যাপ্লিকেশন ভেরিফাই করার পর আধার কার্ডে আপনার ঠিকানা বদল হয়ে যাবে
নতুন আধার কার্ড পোস্টের মাধ্যমে নতুন ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে