Bangladesh: গ্রিড সমস্যায় নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়, নবমীর দুপুরে অন্ধকারে ডুবল গোটা বাংলাদেশ
জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয় আজ বেলা ২টা ৫ মিনিট নাগাদ।তখন থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বাংলাদেশে। দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা
গ্রিড সমস্যায় নবমীর দুপুরে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ের মুখে বাংলাদেশ। প্রায় ১৪০ মিলিয়ন মানুষ দুপুরের পর থেকে অন্ধকারে আছে। দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (Power grid Company of Bangladesh) সূত্রে জানা গেছে গ্রিডে ব্যর্থতার কারণেই এই ঘটনা ঘটেছে। তাই পুনরায় কখন বিদ্যুৎ সরবরাহ চালু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয় আজ বেলা ২টা ৫ মিনিট নাগাদ।তখন থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকায় বিদ্যুৎ নেই।