LCA Tejas Performs Drill at Hindon Air Force Station (Photo Credits: ANI)

৮ অক্টোবর দিনটি ভারতীয় বায়ুসেনা দিবস (Air Force Day 2020) হিসেবে পালন করা হয়, এবছর ভারতীয় বিমান বাহিনী (IAF) ৮৮তম বায়ুসেনা দিবস পালন করছে। ১৯৩২ সালে ব্রিটিশ-রাজে তৈরি হয় ভারতীয় বায়ুসেনা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের হিন্দোন এয়ারবেসে (Hindon Airbase In Uttar Pradesh) প্রতি বছর বায়ুসেনারা প্যারেড করেন। বায়ুসেনার এই প্যারেডে একটি এয়ারশো-র আয়োজন করা হয়, যেখানে পুরোনো দিনের কিছু এয়ারক্রাফ্টের শো দেখার সুযোগ মেলে আকাশে।

এবছর একেবারে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি রাফাল ফাইটার জেটের প্রদর্শনী হবে এয়ার ফোর্স ডে প্যারেডে। তবে কোভিড প্রোটকল মেনে এবার জনসমাগমে বেশ কিছু বিধিনিষেধ। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমদিকে এর নাম ছিল রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স। ১৯৫০ সালের পর এই নাম থেকে রয়্যাল নামটি বাদ পড়ে, নাম হয় ইন্ডিয়ান এয়ার ফোর্স।

ভারতীয় বায়ুসেনা প্রধান হিসেবে একদম প্রথমে নিযুক্ত করা হয় এয়ার মার্শাল সুব্রত মুখার্জিকে। ১৯৭১-র ভারত-পাকিস্তান যুদ্ধে সাহসিকতার জন্য ফ্লাইং অফিসার নির্মল জিৎ সিং শেখন প্রথম এবং একমাত্র অফিসার যিনি পরমবীর চক্র পুরষ্কার পান। ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল পুনিতা অরোরা ভারতীয় বায়ুসেনার প্রথম এয়ার মার্শাল এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর দ্বিতীয় মহিলা হিসেবে প্রথম থ্রি স্টার ব়্যাঙ্কে পদন্নোতি করেন।

১৯৫০ সাল থেকে ভারতীয় বায়ুসেনা পাকিস্তান ও চিনের বিরুদ্ধে দেশের হয়ে চারটি যুদ্ধে অংশগ্রহণ করে। অপারেশন বিজয়, অপারেশন মেঘদূত, অপারেশন ক্যাকটাস এবং অপারেশন পুমালাইয়ের মতো গুরুত্বপূর্ণ অভিযানে অংশ গ্রহণ করে ভারতীয় বিমান বাহিনী।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Washing Machine Fire: তীব্র গরমে পুড়ে ছাই বারান্দায় রাখা ওয়াশিং মেশিন, দেখুন ভিডিয়ো

Uttar Pradesh: গঙ্গাস্নান সেরে পুজো দেওয়ার জন্যে মন্দিরের বাইরে রয়েছে চেঞ্জিং রুম, সেখান থেকে মিলল লুকনো ক্যামেরা, উদ্ধার ৩২০টি ভিডিয়ো

Ram Navami 2024: নির্দিষ্ট মুহূর্তে রামলালার কপালে 'সূর্য তিলক', গোটা দেশ সাক্ষী রইল এক অভূতপূর্ব ঘটনার (দেখুন ভিডিও)

Happy Ram Navami 2024 Wishes In Bengali:' জয় শ্রী রাম '- রাম নবমী উপলক্ষে রাম নবমী স্পেশাল শুভেচ্ছা বার্তা পাঠান আপনার প্রিয়জনকে

Happy Ram Navami 2024 Wishes In Bengali: রাম নবমী উপলক্ষে আপনার প্রিয়জনদের এই শুভেচ্ছা বার্তাগুলি পাঠান আজই, শেয়ার করুন হোয়াটসঅ্যাপ, ফেসবুকে

Bharat Ratna Award: আজ রাষ্ট্রপতি ভবনে ভারতরত্ন সম্মান প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, চারজন মরণোত্তর ভারত সম্মানে ভূষিত হবেন (দেখুন টুইট)

April 2024 Festivals and Events Calendar: চৈত্র নবরাত্রি, নববর্ষ, ঈদুল ফিতর, আম্বেদকর জয়ন্তী, জেনে নিন এই মাসের গুরুত্বপূর্ণ দিনের তালিকা...

Shaheed Diwas 2024 Messages In Bengali: দেশের স্বার্থে হাসিমুখে ফাঁসির দড়ি যারা পড়েছিলেন,তাদের আত্মবলিদানের দিনেই