IndiGo Plane Skids Off Runway: ওড়ার খানিক আগেই রানওয়ে থেকে পিছলে গেল কলকাতাগামী ইন্ডিগোর বিমান
ওড়ার খানিক আগেই রানওয়ে থেকে পিছলে (Skidded Off) গেল ইন্ডিগোর বিমান (IndiGo Flight)। গতকাল দুপুরে অসমের (Assam) জোরহাট বিমানবন্দরে (Jorhat Airpor) এই ঘটনা ঘটেছে। ইন্ডিগো জানিয়েছে, ৯৮ জন যাত্রী নিয়ে বিমানটি জোরহার থেকে কলকাতা যেত। রানওয়ে থেকে পিছলে যাওয়ার পর বিমানটি বাতিল করা হয়। এই ঘটনায় কোনও যাত্রী আহত হয়নি এবং ঘটনার তদন্তে একটি দল গঠন করা হয়েছে। প্রাথমিক পরিদর্শনের সময় বিমানে কোনও ত্রুটি ধরা পড়েনি।
গুয়াহাটি, ২৯ জুলাই: ওড়ার খানিক আগেই রানওয়ে থেকে পিছলে (Skidded Off) গেল ইন্ডিগোর বিমান (IndiGo Flight)। গতকাল দুপুরে অসমের (Assam) জোরহাট বিমানবন্দরে (Jorhat Airpor) এই ঘটনা ঘটেছে। ইন্ডিগো জানিয়েছে, ৯৮ জন যাত্রী নিয়ে বিমানটি জোরহার থেকে কলকাতা যেত। রানওয়ে থেকে পিছলে যাওয়ার পর বিমানটি বাতিল করা হয়। এই ঘটনায় কোনও যাত্রী আহত হয়নি এবং ঘটনার তদন্তে একটি দল গঠন করা হয়েছে। প্রাথমিক পরিদর্শনের সময় বিমানে কোনও ত্রুটি ধরা পড়েনি।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একজন আধিকারিক পিটিআইকে জানিয়েছেন যে জোররহাট-কলকাতা রুটের ইন্ডিগো ৬ই৭৫৭ ফ্লাইটটি প্রযুক্তিগত সমস্যার কারণে জোরহাটে বেশ কয়েক ঘন্টা আটক ছিল। পরে বিমানটি বাতিল করা হয়েছিল। আরও পড়ুন: Terror Modules Busted In Assam: আল কায়েদা, আনসারুল্লাহ বাংলা সহ অন্য সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে যোগ, অসমে ধৃত ১১
দেখুন ছবি:
একজন স্থানীয় সাংবাদিক টুইটারে একটি ছবি আপলোড করেছেন যেখানে দেখা যাচ্ছে বিমানটি দৃশ্যতই রানওয়ে থেকে পিছলে গিয়েছে। রানওয়ের পাশে নেমে গিয়ে বিমানের এক জোড়া চাকা ঘাসে আটকে গিয়েছে।