Cyclone Fengal Update: ঝড়ের দাপটে ধ্বংসের মুখ থেকে ফিরে এল আস্ত বিমান, চেন্নাই বিমানবন্দরের ভয়াবহ ভিডিয়ো দেখুন

চেন্নাই বিমানবন্দরে অবতারণের সময়ে ঘূর্ণিঝড় ফেঙ্গলের দাপটের মুখ থেকে কোনরকমে বেঁচে ফিরেছেন বিমান যাত্রীরা। চালকের তৎপরতায় প্রাণ বেঁচেছে ইন্ডিগোর যাত্রীদের।

IndiGo Flight Aborts Landing After Touchdown at Chennai Airport (Photo Credits: X)

চেন্নাই, ১ ডিসেম্বরঃ ধ্বংসের মুখ থেকে ফিরে এল আস্ত বিমান। চেন্নাই বিমানবন্দরে (Chennai Airport) অবতারণের সময়ে ঘূর্ণিঝড় ফেঙ্গলের দাপটের মুখ থেকে কোনরকমে বেঁচে ফিরেছেন বিমান যাত্রীরা। চালকের তৎপরতায় প্রাণ বেঁচেছে ইন্ডিগোর (IndiGo Flight) যাত্রীদের। ভয়াবহ সেই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

শনিবার তামিলনাড়ু এবং পুদুচেরিতে রাতভর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গল (Cyclone Fengal)। সকাল থেকেই চলেছে মুষলধারে বৃষ্টি। চেন্নাইয়ে (Chennai) ঘূর্ণিঝড়ের কারণে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শনির রাতে তামিলনাড়ুর উপকূল অঞ্চল হয়ে স্থলভাগে প্রবেশ করেছে ফেঙ্গল। গভীর রাত পর্যন্ত চলেছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার।

ঝড়বৃষ্টির মধ্যেই চেন্নাই বিমানবন্দরে ইন্ডিগো বিমানটি অবতারণের চেষ্টা করেছিল। বিমানবন্দরের মাটি ছুঁতে গিয়েও অবতারণের পরিকল্পনা বাতিল করে দেন চালক। পুনরায় আকাশে উড়ে যায় বিমানটি। কোনক্রমে ঝড়ের দাপট থেকে রক্ষা পেয়েছে যাত্রীবোঝাই বিমান। একটু এদিক ওদিক হলেই ঝড়ের দাপটে আছড়ে পড়ত বিমানটি। চোখের নিমেষে শেষ হয়ে যেত শো খানের যাত্রীর প্রাণ।

ধ্বংসের মুখ থেকে ফিরে এল আস্ত বিমান... 

শনিবার দুপুরের পর থেকেই বন্ধ রাখা হয়েছিল চেন্নাই বিমানবন্দরের (Chennai Airport) যাবতীয় পরিষেবা। রবিবার ভোর থেকে স্বাভাবিক হয় বিমানযাত্রা। ভোর ৪টে থেকে শুরু হয়েছে বিমান ওঠানামা।