IndiGo Emergency Landing: মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তির, ইন্ডিগোর জরুরি অবতরণ

রবিবার ইন্ডিগো বিমানে এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের জন্যে বিমান ঘোরানো হয়। তবে বাঁচানো যায়নি যাত্রীকে।

IndiGo (Photo Credits: Wikimedia Common)

মাঝ আকাশে যাত্রীর হঠাৎ বুখে ব্যথা। জরুরি অবস্থায় ঘোরানো হল বিমান। রবিবার ইন্ডিগো বিমানে এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে জরুরি অবতারণের জন্যে বিমান ঘোরানো হয়। তবে বাঁচানো যায়নি যাত্রীকে। বিমানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান যাত্রী।

বিমান  সংস্থার তরফে জানানো হয়েছে, রবিবার বিকেল ৪টে ব্যাংকক থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডগো বিমানটি। যাত্রা করার এক ঘণ্টার মধ্যে হঠাৎই এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হন। মাঝ আকাশে যাত্রীর অসুস্থতার জন্যে বিমানের জরুরি অবতরণ করানো হয়। মায়ানমার বিমানবন্দরে ইন্ডিগোর জরুরি অবতারণ করা হয়। কিন্তু প্রাণে বাঁচেননি যাত্রী। হৃদরোগে আক্রান্ত হয়ে মাঝ আকাশেই প্রয়াত হয়েছেন। মায়ানমার বিমানবন্দর থেকে পুরনায় রওনা দেয় বিমানটি।