Coronavirus Cases In India: ১ দিনে সংক্রামিত ৯২ হাজার ৭১ জন, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪৮ লাখ
৯২ হাজার ৭১ জন নতুন সংক্রামিতকে নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) ছাড়ালো ৪৮ লাখ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনার বলি ১ হাজার ১৩৬ জন। সবমিলিয়ে দেশে এখন মোট করোনা আক্রান্ত ৪৮ লাখ ৪৬ হাজার ৪২৮ জন। এর মধ্যে সংক্রামিত ৯ লাখ ৮৬ হাজার ৫৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৭ লাখ ৮০ হাজার ১০৮ জন। দেশজুড়ে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৭৯ হাজার ৭২২ জন। আইসিএমআর-এর তথ্যানুসারে একদিনে দেশে ৯ লাখ ৭৮ হাজার ৫০০টি নমুনার করোনা টেস্ট হচ্ছে।
নতুন দিল্লি, ১৪ সেপ্টেম্বর: ৯২ হাজার ৭১ জন নতুন সংক্রামিতকে নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) ছাড়ালো ৪৮ লাখ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনার বলি ১ হাজার ১৩৬ জন। সবমিলিয়ে দেশে এখন মোট করোনা আক্রান্ত ৪৮ লাখ ৪৬ হাজার ৪২৮ জন। এর মধ্যে সংক্রামিত ৯ লাখ ৮৬ হাজার ৫৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৭ লাখ ৮০ হাজার ১০৮ জন। দেশজুড়ে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৭৯ হাজার ৭২২ জন। আইসিএমআর-এর তথ্যানুসারে একদিনে দেশে ৯ লাখ ৭৮ হাজার ৫০০টি নমুনার করোনা টেস্ট হচ্ছে। এতদিন পর্যন্ত ৫ কোটি ৭২ লাখ ৩৯ হাজার ৪২৮টি নমুনার করোনা টেস্ট হয়েছে।
ভারতে হু হু করে বাড়ছে সংক্রমণ
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, ভারতে করোনা আক্রান্তের সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৭.৭৭ শতাংশ। মৃত্যুর হার কমে হয়েছে ১.৬৬ শতাংশ। দেশের সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। এর পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ। এই কটি রাজ্যেই সংক্রামিত ৬০ শতাংশেরও বেশি মানুষ। মহারাষ্ট্রের মোট করোনা আক্রান্ত ১০ লাখ ৩৭ হাজার ৭৬৫। শুধু রবিবার সারাদিনে সেখানে নতুন কোভিড রোগীর সংখ্যা ২২ হাজার ৫৪৩। একদিনে ৪১৬ জনের মৃত্যুর পর মহারাষ্ট্রে করোনার মোট বলি ২৯ হাজার ৫৩১ জন। আরও পড়ুন-Google Doodle: মহামারীতে ডুডলের মাধ্যমে সমস্ত করোনা যোদ্ধাদের ধন্যবাদ সার্চ ইঞ্জিন গুগলের
মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের করোনা বিধ্বস্ত দেশ ভারত। বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৮.৮ মিলিয়ন ছাড়িয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, সোমবার ১৪ সেপ্টেম্বর সকাল পর্যন্ত বিশ্বে মোট করেনা রোগী ২ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ৬৭৬ জন। মৃতের সংখ্যা ৯ লাখ ২২ হাজার ৪৪১।