Coronavirus Cases In India: এক দিনে আক্রান্ত ১৭ হাজারেরও বেশি, শুক্রবার ভারতে করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ছুঁই ছুঁই
ফের একদিনে সর্বাধিক আক্রান্ত, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী (COVID Patient)১৭ হাজার ২৯৬ জন। মৃত্যু হয়েছে ৪০৭ জনের। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৪ লক্ষ ৯০ হাজার ৪০১। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১লক্ষ ৮৯ হাজার ৪৬৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৮৫ হাজার ৬৩৪ জন। মৃতের সংখ্যা ১৫ হাজার ৩০১। আইসিএমআর-এর তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ৭৭ লক্ষ ৭৬ হাজার ২২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। শুধু মাত্র ২৫ জুন ২ লক্ষ ১৫ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে। মহামারী করোনায় বিপর্যয়ের ধারবাহিকতা বজায় রেখে মহারাষ্ট্র।
নতুন দিল্লি, ২৬ জুন: ফের একদিনে সর্বাধিক আক্রান্ত, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী (COVID Patient)১৭ হাজার ২৯৬ জন। মৃত্যু হয়েছে ৪০৭ জনের। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৪ লক্ষ ৯০ হাজার ৪০১। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১লক্ষ ৮৯ হাজার ৪৬৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৮৫ হাজার ৬৩৪ জন। মৃতের সংখ্যা ১৫ হাজার ৩০১। আইসিএমআর-এর তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ৭৭ লক্ষ ৭৬ হাজার ২২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। শুধু মাত্র ২৫ জুন ২ লক্ষ ১৫ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে। মহামারী করোনায় বিপর্যয়ের ধারবাহিকতা বজায় রেখেছে মহারাষ্ট্র।
এই রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৪৭ হাজার ৭৪১। মৃতের সংখ্যা ৬ হাজার ৯৩১। বৃহস্পতিবার মুম্বইতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেল। রাজধানীতেও হু হু করে সংক্রমণ বেড়েই চলেছে। দিল্লিতে এই মুহূর্তে মোট কোভিড রোগীর সংখ্যা ৭৩ হাজার ৭৮০। এখনও পর্যন্ত মৃত ২ হাজার ৪২৯ জন। দেশের মধ্যে করোনা বিধ্বস্ত তৃতীয় রাজ্য হল তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্ত এখন ৭০ হাজার ৯৭৭ জন। ওয়ার্ল্ডো মিটারের রিপোর্ট বলছে, বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৭ লক্ষ ১২ হাজার ৩০। মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯১ হাজার ৭৯৭ জন। করোনা বিধ্বস্ত দেশগুলির মধ্যে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত। ২৫ লক্ষ ৪ হাজার ৫৮৮ জন আক্রান্তকে নিয়ে বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আরও পড়ুন-ISIS New Leader: নতুন আইসিস প্রধান আমির মহম্মদ সইদ আবদাল রহমাল মাওলাকে ধরতে ১০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা আমেরিকার
শুক্রবার সকালে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,৫৮৩,১৪৪। মৃতের সংখ্যা বেড়ে ৪৮৮, ৭৪০ বলে জানায় সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এর মধ্যে আক্রান্ত ও মৃতের তালিকায় বিশ্বে সর্বাধিক স্থানে রয়েছে আমেরিকা (US)। সেখানে মৃতের সংখ্যা ২,৪১৮,৫৭০ ও মৃতের সংখ্যা ১২৪,৩৫৫। তবে বিগত কয়েকদিনে ব্রাজিলে (Brazil) আক্রান্তের সংখ্যা তরতরিয়ে বেড়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা ১,২২৮,১১৪ ও মৃতের সংখ্যা ৫৪,৯৭১।