Coronavirus Cases in India: করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ পার, একদিনে ৭৪ হাজার ৩৮৩ জন পজিটিভ
রবিবার ৭০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের মধ্যে ৬০ লক্ষের বেশি এখন সুস্থ। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৭৪ হাজার ৩৮৩টি পজিটিভ কেস ধরা পড়েছে। সেইসঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ লক্ষ ৫৩ হাজার ৮০৬। এদিন সকাল পর্যন্ত কোভিডে সরকারি ভাবে মৃতের সংখ্যা ১ লক্ষ ৮ হাজার ৩৩৪। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯১৮ জন।
নতুন দিল্লি, ১১ অক্টোবর: রবিবার ৭০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল ভারতে করোনাভাইরাসে (COVID19) আক্রান্তের সংখ্যা। আক্রান্তের মধ্যে ৬০ লক্ষের বেশি এখন সুস্থ। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৭৪ হাজার ৩৮৩ জন পজিটিভ। সেইসঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ লক্ষ ৫৩ হাজার ৮০৬। এদিন সকাল পর্যন্ত কোভিডে সরকারি ভাবে মৃতের সংখ্যা ১ লক্ষ ৮ হাজার ৩৩৪। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯১৮ জন।
ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ ৪৩ হাজার ১৪৩। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮ হাজার ২৮৬ জনের। গোটা দেশে সুস্থ হয়ে উঠেছেন ৬০ লক্ষ ৬৬ হাজার ৩১ জন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রিপোর্টের ভিত্তিতে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে।
ভারতে রোজ আক্রান্তের সংখ্যা, তাতে আমেরিকাকে ছাপিয়ে যাওয়া এখন সময়ে অপেক্ষা। মার্কিনমুলকে বর্তমানে মোট করোনা সংক্রামিত ৭৯ লক্ষ ৪৫ হাজার ৫০৫ জন। সংক্রমণ যা-ই হোক জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী, সুস্থতার হারে ভারত এখনও শীর্ষে। আমেরিকা ও ব্রাজিলকে পিছনে ফেলে দিয়েছে। আমেরিকার তুলনায় ব্রাজিলেও সুস্থতার হার বেশি।
হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী, আমেরিকার পরেই ভারত এখনও দ্বিতীয় স্থানে। তবে, কোভিডে মৃত্যুহারে তৃতীয়স্থানে রয়েছে ভারত। আমেরিকা ও ব্রাজিলের পর। রবিবার ব্রাজিলে করোনায় মৃত্যু দেড় লক্ষের গণ্ডি অতিক্রম করেছে।