Coronavirus In India: দেশে করোনা আক্রান্তের গণ্ডি ছাড়াল ৪০ লাখ, একদিনে আক্রান্ত ৮৬,৪৩২

দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্তের গণ্ডি ছাড়াল ৪০ লাখ। দেশে একদিনে করোনা আক্রান্ত ৮৬ হাজার ৪৩২ জন। যা এখনও পর্যন্ত রেকর্ড দৈনিক সংক্রমণ। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯ জনের। দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে হল ৪০ লাখ ২৩ হাজার ১৭৯। তার মধ্য়ে মাত্র ৮ লাখ ৪৬ হাজার ৩৯৫ জনের বর্তমানে চিকিৎসা চলছে। ৩১ লাখ ৭ হাজার ২২৩ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৫৬১ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)।

ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৫ সেপ্টেম্বর: দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্তের গণ্ডি ছাড়াল ৪০ লাখ। দেশে একদিনে করোনা আক্রান্ত ৮৬ হাজার ৪৩২ জন। যা এখনও পর্যন্ত রেকর্ড দৈনিক সংক্রমণ। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯ জনের। দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে হল ৪০ লাখ ২৩ হাজার ১৭৯। তার মধ্য়ে মাত্র ৮ লাখ ৪৬ হাজার ৩৯৫ জনের বর্তমানে চিকিৎসা চলছে। ৩১ লাখ ৭ হাজার ২২৩ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৫৬১ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)।

আইসিএমআর (ICMR) জানিয়েছে, ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ৪৯১টি নমুনা পরীক্ষা হয়েছে। গতকাল পরীক্ষা হয়েছে ১০ লাখ ৫৯ হাজার ৩৪৬টি। আরও পড়ুন: Chhattisgarh Road Accident: সাত সকালে পথ দুর্ঘটনা, বাস ও লরির সংঘর্ষে মৃত্যু ৭ জনের

এদিকে সারা বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ বাড়ল। বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লাখ ৭২ হাজার ৫৬৯ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৭১। মোট আক্রান্ত ২ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৫১২। বিশ্বে মোট সুস্থ ১ কোটি ৭৬ লাখ ১৭ হাজার ৩২৮।