IPL Auction 2025 Live

Coronavirus Cases In India: ভারতে করোনা আক্রান্ত এখন ৯৪ লাখেরও বেশি, ২০২১-এই আসছে প্রতিষেধক

স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা (Coronavirus Cases In India) ছাড়ালো ৯৪ লাখ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৪৪৩ জন। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্ত ৯৪ লাখ ৩১ হাজার ৬৯২ জন। গতকাল সারাদিনে নতুন করে সংক্রামিত হয়েছেন ৩৮ হাজার ৭৭২ জন। মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৩৭ হাজার ১৩৯ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেসের সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ৯৫২ জন। তবে আশার খবর হল, গতকাল করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৩৩৩ জন।

করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৩০ নভেম্বর: স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা (Coronavirus Cases In India) ছাড়ালো ৯৪ লাখ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৪৪৩ জন। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্ত ৯৪ লাখ ৩১ হাজার ৬৯২ জন। গতকাল সারাদিনে নতুন করে সংক্রামিত হয়েছেন ৩৮ হাজার ৭৭২ জন। মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৩৭ হাজার ১৩৯ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেসের সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ৯৫২ জন। তবে আশার খবর হল, গতকাল করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৩৩৩ জন। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৮ লাখ ৪৭ হাজার ৬০০ জন।

আইসিএমআর-এর তথ্য অনুযায়ী ৮ লাখ ৭৬ হাজার ১৭৩ জনের করোনা টেস্ট হয়েছে গতকাল রবিবার। অন্যদিকে এখনও পর্যন্ত ১৪ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৯৭৬টি নমুনার করোনা টেস্ট হয়েছে। ১৮ লাখ ২০ হাজার ৫৯ জন সংক্রামিতকে নিয়ে মহারাষ্ট্র দেশের মধ্য সবথেকে বেশি করোনা বিধ্বস্ত। সেখানে মৃত্যু মিছিলে শামিল ৪৮ হাজার ৭১ জন। গতকাল ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ৫৪৪ জন। অন্যদিকে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬.৬ মিলিয়নের গণ্ডী। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে এতদিনে করোনায় মৃত্যুর সংখ্যা ১.৪৫ মিলিয়ন। আরও পড়ুন-Dr Harsh Vardhan: ২০২১-এর শুরুতেই মিলবে করোনার প্রতিষেধক, দেশবাসীকে আশ্বস্ত করলেন ডক্টর হর্ষবর্ধন

২০২১-এর শুরুর দিকেই ভারতে করোনাভাইরাসের প্রতিষেধক মিলবে। রবিবার এক আলোচনায় একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন (Dr Harsh Vardhan)। আগামী জুন জুলাইয়ের মধ্যে ৩০ কোটি ভারতীয়র নাগালে পৌঁছে যাবে কোভিডের ভ্যাকসিন। মৃত্যুর নিরিখে বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তিনি বলেন, “২০২১-এর শুরুতে একটি ভালো কার্যকারী নিরাপদ প্রতিষেধক ভারতে চলে আসবে, তানিয়ে আমি সম্পূর্ণ আশাবাদী। এবং প্রতিষেধক আসার সঙ্গে সঙ্গেই তা ১৩৫ কোটি দেশবাসীর কাজে সহজলভ্য করে তোলাই হবে মূল লক্ষ্য। যাইহোক আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামী জুন জুলাইয়ের মধ্যে ৩০ কোটি ভারতীয় প্রতিষেধক পেয়ে যাবেন।”