Indian Stock Market Update: ইরান-ইজরায়েল যুদ্ধবিরতিতে চাঙ্গা ভারতীয় শেয়ার বাজার, বিকেলের লেনদেনে সেনসেক্স এবং নিফটি বাড়ল প্রায় ০.৬ শতাংশ

Share Market Photo Credit: Twitter@ians_india

ইরান-ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়া মাত্রই লাফ দিল ভারতের শেয়ার বাজার। মঙ্গলবার সকাল থেকেই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায় বাজারে। দুপুর ১২টার পরপরই ১১০০ পয়েন্ট উঠে যায় সেনসেক্স। নিফটিও ৩০০ পয়েন্টেরও বেশি উঠে যায়। দুপুর ১২টার মধ্যেই বিএসই সেনসেক্স, নিফটি ৫০, ব্যাঙ্ক নিফটির সূচক ১ শতাংশেরও বেশি উঠেছে। মিডক্যাপ নিফটি, ফিন নিফটির সূচকও আশা জাগিয়েছে বিনিয়োগকারীদের মনে। এ দিন দুপুর ১২টার মধ্যে সেনসেক্সে ৯৩টি সংস্থার শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছয়। শেষ খবর পাওয়া অবধি বিকেলের লেনদেনে সেনসেক্স এবং নিফটি প্রায় ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৬৪ পয়েন্ট বেড়ে ৮২,৩৬১ এবং এনএসই নিফটি  ৫০ (NSE Nifty 50) ১৫৯ পয়েন্ট বেড়ে ২৫,১৩১-এ পৌঁছেছে।

মঙ্গলবার সকাল থেকেই ইন্ডিগোর শেয়ারের দরও বেড়েছে। সওয়া ১২টার মধ্যে ৩ শতাংশেরও বেশি বাড়ে ইন্ডিগোর শেয়ার দর। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, টিটাগড় রেলওয়ে, সেইল-এর স্টক ৩-৪ শতাংশ বেড়েছে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement