Fact Check: সম্পূর্ণ বেসরকারিকরণ হয়ে বয়স্কদের সমস্ত সুযোগ সুবিধা বাতিল করছে রেল? জানুন আসলে সত্যিটা কী
ভারতীয় রেল সম্পূর্ণ বেসরকারিকরণ হয়ে যাচ্ছে! ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপে ভাইরাল এই ভিডিওই। শুধু তাই নয় গুজব ছড়িয়েছে বন্ধ হয়ে যাবে মান্থলি পাস। বয়স্কদের জন্য যে ছাড় দেওয়া হত তাও দেওয়া হবে না। এই ভিডিওটি দেখে আতঙ্ক ছড়ায় নেটাগরিকদের মধ্যে।
নতুন দিল্লি, ১১ ডিসেম্বর: ভারতীয় রেল (Indian Railway) সম্পূর্ণ বেসরকারিকরণ হয়ে যাচ্ছে! ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপে ভাইরাল এই ভিডিওই। শুধু তাই নয় গুজব ছড়িয়েছে বন্ধ হয়ে যাবে মান্থলি পাস। বয়স্কদের জন্য যে ছাড় দেওয়া হত তাও দেওয়া হবে না। এই ভিডিওটি দেখে আতঙ্ক ছড়ায় নেটাগরিকদের মধ্যে।
ভিডিওটিতে দাবি করা হচ্ছে,"ভারতীয় রেলের সম্পূর্ণভাবে বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। তাই বয়স্কদের জন্য সমস্ত সুবিধা তুলে নেওয়া হবে। মান্থলি পাসের যে ব্যবস্থা ছিল, তাও থাকবে না।" এই দাবি উড়িয়ে পিআইবি জানায়, ভিডিওটির তথ্য ভুয়ো। রেলের বেসরকারিকরণ হয়নি কিংবা এমন কোনও সিদ্ধান্ত প্রস্তাবিত হয়নি? শুধু তাই নয়, পিআইবি এও জানিয়ে দেয় এমন কোনও গুজবে কান না দিতে। আরও পড়ুন, এবার টাইম ম্যাগাজিনের ২০২০-র পার্সন অফ দ্য ইয়ার জো বিডেন ও কমলা হ্যারিস
কিছুদিন আগেও এরকমই একটা ভিডিও ভাইরাল হয়। যেখানে দাবি করা হয় রেলের সম্পূর্ণ বেসরকারিকরণ হচ্ছে। যার ফলে লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাতে চলেছেন। পিআইবি তখনও জানায় যে এই খবরটি ভুয়ো ছিল। এরকম গুজবে মানুষ যেন কান না দেন। অযথা আতঙ্কিত না হন এবং সমস্ত সংবাদ যাচাই করে নেন।