Indian Railway: ট্রেনে বাড়ছে জেনারেল কোচের সংখ্যা, যোগ হচ্ছে অসংরক্ষিত কামরা

ভারতীয় রেলে ভিড়ের চাপ সামলাতে জেনারেল কোচ বা অসংরক্ষিত কামরা সংখ্যা বাড়তে চলেছে। জেনারেল কোচ হল অসংরক্ষিত কামরা অর্থাৎ রিজার্ভেশন ছাড়াই যে সব কামরায় সফর করতে পারেন যাত্রীরা।

Indian Railway. (Photo Credits: IANS)

নয়া দিল্লি, ১৯ নভেম্বর:  ভারতীয় রেলে (Indian Railway) ভিড়ের চাপ সামলাতে জেনারেল কোচ (General Coach) বা অসংরক্ষিত কামরা সংখ্যা বাড়তে চলেছে। জেনারেল কোচ হল অসংরক্ষিত কামরা অর্থাৎ রিজার্ভেশন ছাড়াই যে সব কামরায় সফর করতে পারেন যাত্রীরা। এবার থেকে দেশের সব গুরুত্বপূর্ণ ট্রেনে অতিরিক্ত ৪টি করে জেনারেল কোচ যোগ করা হচ্ছে বলে জানালেন রেলওয়ে বোর্ডের কর্তা দিলীপ কুমার। এই কারণে এখন দেশে ১০ হাজার নতুন জেনারেল কোচ তৈরির কাজ চলছে। চলতি মাসের শেষে ৩৭০টি ট্রেনে হাজারটি নতুন বগি লাগানোর কাজ হয়ে যাবে। ৫৮৩টি নতুন জেনারেল কোচ বিভিন্ন ট্রেনে ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে বলে রেলওয়ে বোর্ডের শীর্ষকর্তা জানান।

সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু ট্রেনে বিশেষ করে উতসবের সময় ট্রেনের ভিতর ভিড়ের ছবি, ভিডিয়ো দেখে আঁতকে উঠেছিল দেশবাসী। বেশীরভাগ ক্ষেত্রেই ট্রেনের জেনারেল কোচ বা অসংরক্ষিত কামরাতেই ভিড়ের চাপ সবচেয়ে বেশী হয়। তাই রেলওয়ে বোর্ডের কাছে প্রস্তাব ছিল, প্রতিটি ট্রেনে যেন অন্তত ৪টি করে জেনারেল বগি নতুন করে যুক্ত করা হয়।

বাড়ছে অসংরক্ষিত কামরা

স্লিপার ও এসি বগির চেয়ে ট্রেনের জেনারেল বগিতে ভিড় বেশি হয়। জেনারেল কোচ থেকে সাধারণত প্রতি স্টেশনে প্রচুর যাত্রী ওঠানামা করে।



@endif