Indian IT Sector Signaled Positive Comeback: বিশ্ব জুড়ে ছাঁটাইয়ের মধ্যে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় তথ্য প্রযুক্তি সেক্টর

ট্য়ুইটার, মেটা, অ্যামাজন, এরিকসন, আইবিএমের মত একাধিক বড় বড় সংস্থা এক নাগাড় ছাঁটাই শুরু করেছে। যার জেরে প্রায় গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের উপর প্রবাব পড়ছে।

Office (Photo Credit: file Photo)

দিল্লি, ১ মার্চ: বিশ্বজুড়ে একাধিক বড় সংস্থায় ছাঁটাই (Layoff)  শুরু হয়েছে, বিশেষ করে তথ্য প্রযুক্তি সংস্থায়। বিশ্ব জুড়ে যখন ছাঁটাই পর্ব চলছে, সেই সময় ভারতীয় (Indian IT Sector) তথ্য প্রযুক্তি সংস্থাগুলি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসে গোটা ভারত জুড়ে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি নতুন করে ৯ শতাংশ কর্মীকে নিয়োগ করেছে। যা বিগত কয়েক মাসের তুলনায় অনেকটাই বেশি। বিশ্ব জুড়ে আর্থিক মন্দিরা জেরে একাধিক সংস্থায় ছাঁটাই শুরু হলেও, ভারতীয় তথ্য প্রযুক্তি সেক্টর ঘুরে দাঁড়াত শুরু করেছে বলে খবর আইএএনএস সূত্রে।

আরও পড়ুন: Ericsson Layoff: এবার ছাঁটাই এরিকসনে, চাকরি যাচ্ছে ১৪০০ কর্মীর

প্রসঙ্গত ট্য়ুইটার, মেটা, অ্যামাজন, এরিকসন, আইবিএমের মত একাধিক বড় বড় সংস্থা এক নাগাড় ছাঁটাই শুরু করেছে। যার জেরে প্রায় গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের উপর প্রবাব পড়ছে। ট্যুইটারে যখন একের পর এক কর্মীকে ছাঁটাই করা হচ্ছে, সেই সময় মেটা, অ্যামাজন, আইবিএম থেকেও একের পর এক চাকরি যাওয়ার খবর আসতে শুরু করে। যা নিয়ে চাঞ্চল্য ছড়ায় গোটা বিশ্বে।