Indian-Chinese Soldiers Face Off: সিকিমের নাকু লা সেক্টরে বিতণ্ডায় জড়াল চিন ও ভারতীয় সেনা, জখম দু'পক্ষের বেশ কয়েকজন

ফের বিতণ্ডায় জড়াল চিন (China) এবং ভারতীয় সেনা (Indian Army)। উত্তর সিকিমের (Sikkim) নাকু লা সেক্টরে ( Naku La sector) রবিবার সকালে দু’পক্ষের বিতণ্ডা শুরু হয় নিয়মমাফিক টহলদারির সময়। সূত্রের খবর, স্থানীয় স্তরেই বিষয়টিকে সমাধান হয়ে গেছে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, দুই সেনার ‘ফেস অফ’ কিছুক্ষণ ধরে চলে। প্রোটোকল মেনে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যায়। অনেক দিন পর এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হল বলে জানানো হয়েছে সেনার তরফে।

(Photo Credits: PTI)

সিকিম, ১০ মে: ফের বিতণ্ডায় জড়াল চিন (China) এবং ভারতীয় সেনা (Indian Army)। উত্তর সিকিমের (Sikkim) নাকু লা সেক্টরে (Naku La sector) রবিবার সকালে দু’পক্ষের বিতণ্ডা শুরু হয় নিয়মমাফিক টহলদারির সময়। সূত্রের খবর, স্থানীয় স্তরেই বিষয়টিকে সমাধান হয়ে গেছে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, দুই সেনার ‘ফেস অফ’ কিছুক্ষণ ধরে চলে। প্রোটোকল মেনে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যায়। অনেক দিন পর এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হল বলে জানানো হয়েছে সেনার তরফে।

শনিবার নাকু লা সেক্টরে সংঘর্ষে জড়িয়ে পড়েন ভারতীয় সেনা ও চিনা সেনার জওয়ানরা। উল্লেখ্য ৫ হাজার মিটার উচ্চতায় ওই এলাকায় সড়ক পরিবহণ নেই। হেলিকপ্টারে করে এই জায়গায় যোগাযোগ রাখে ভারতীয় সেনা। আর শনিবার সেখানেই পেট্রলিং চালাচ্ছিল দুদেশের বাহিনী। সেই সময়ই শুরু হয় ঝামেলা। পরে তা রীতিমতো হাতাহাতিতে পৌঁছায়। সূত্রের খবর, দুই দেশের সেনার বেশ কয়েকজন জওয়ান জখম হয়েছেন। সূত্রটি আরও জানিয়েছে, চার ভারতীয় সেনা ও আধ ডজন চিনা সেনা জখম হয়েছেন। সংঘর্ষের সময় মোট ১৫০ জন সেনা উপস্থিত ছিলেন। আরও পড়ুন: White House Confirms 2nd COVID-19 Case: হোয়াইট হাউসে ফের করোনা আতঙ্ক, এবার আক্রান্ত ভাইস প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সরকারী কর্মী

২০১৭ সালে ডোকলামে ৭০ দিন ধরে ভারত-চিন সেনার সংঘাত বেধেছিল। ভুটানের এই বিতর্কিত জায়গাকে নিজেদের বলে দাবি করে চিন। সেখানে রাস্তা তৈরি করার নামে ঘাঁটিও গাড়ে তাঁরা। যদিও পালটা জবাব দিতে সময় নেয়নি ভারতীয় সেনা। দুদেশের সেনাই সেই সময় ৭০ দিন মুখোমুখি দাঁড়িয়েছিল। পরে কূটনৈতিক সম্পর্কে বরফ গলতেই সে জায়গা থেকে সেনা সরিয়ে নেয় লাল চিন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement