Indian Aviation Makes History: ইতিহাস গড়ল ভারত, একদিনে আকাশে 'উড়লেন' ৫ লক্ষ মানুষ, বলছে রিপোর্ট
গত ১৪ এবং ১৫ নভেম্বর ডোমেস্টিক বিমানে করে ৪.৯৭ এবং ৪.৯৯ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। কিন্তু ১৭ নভেম্বরে সেই সংখ্যা এক লাফে ৫ লক্ষ পার করে যায় বলে খবর।
দিল্লি, ১৮ নভেম্বর: এবার ইতিহাস গড়ল ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Indian aviation)। ১৭ নভেম্বর একদিনে ভারতের অভ্যন্তরীণ বিমানে ৫ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। যা এ পর্যন্ত দেশে রেকর্ড বলে মনে করা হচ্ছে কেন্দ্রের তরফে। অর্থাৎ ১৭ নভেম্বর, রবিবার দেশের অভ্যন্তরে ৫ লক্ষ যাত্রী বিমানে করে বিভিন্ন শহরে যাতায়াত করেছেন। রিপোর্ট অনুযায়ী, দেশের ভিতরে চলাচলকারী ৩১৭৩টি বিমানে (Flight) মোট ৫,০৫,৪১২ জন যাত্রী দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে যাতায়াত করেছেন। যা কার্যত রেকর্ড।
সূত্র অনুযায়ী, গত ১৪ এবং ১৫ নভেম্বর ডোমেস্টিক বিমানে করে ৪.৯৭ এবং ৪.৯৯ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। কিন্তু ১৭ নভেম্বরে সেই সংখ্যা এক লাফে ৫ লক্ষ পার করে যায় বলে খবর। যা ভারতের অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে রেকর্ড। এত পরিমাণ যাত্রী এর আগে কখনও দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে বিমানে চাপেননি একদিনে।