Kargil Vijay Divas 2023: ২৪তম কার্গিল দিবস উপলক্ষে তিন বাহিনীর মহিলা সদস্যদের নিয়ে বাইক র্যালি ভারতীয় সেনার
২৪তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে শুক্রবার দিল্লি থেকে দ্রাস পর্যন্ত তিন বাহিনীর মহিলা সদস্যাদের নিয়ে বাইক র্যালির আয়োজন করল ভারতীয় সেনা। পাকিস্তানকে হারানোর স্মৃতি আরও মধুর করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নয়াদিল্লি: ২৪তম কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Divas 2023) উপলক্ষে শুক্রবার দিল্লি থেকে দ্রাস পর্যন্ত তিন বাহিনীর মহিলা সদস্যাদের নিয়ে বাইক র্যালির আয়োজন করল ভারতীয় সেনা (Indian Army)। পাকিস্তানকে হারানোর স্মৃতি আরও মধুর করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার দিল্লির জাতীয় যুদ্ধ স্মারক থেকে ‘নারী স্বশক্তিকরণ মহিলা মোটরসাইকেল র্যালি’ (All- women bike rally)-র সূচনা করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পান্ডে। উপস্থিত ছিলেন বিশিষ্টজনরা।
এই র্যালিতে অংশ নিয়েছেন ভারতীয় সেনা, নৌ-সেনা ও বায়ুসেনার মোট ২৫ জন সদস্যা। প্রায় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাঁরা ২৫ জুলাই দ্রাসে অবস্থিত কার্গিল যুদ্ধ স্মারকে পৌঁছবেন। পথে তাঁদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন এনসিসি ক্যাডেট, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং প্রাক্তন সেনানীরা।
এই র্যালিতে যোগ দেওয়ার জন্য ২৫ জন মহিলা সদস্যাকে অভিনন্দন জানান ভারতীয় সেনার প্রধান জেনারেল মনোজ পান্ডে। এপ্রসঙ্গে বলেন, দেশ গঠনে নারী শক্তির ভূমিকা অপরিহার্য। এই র্যালিতে যোগ দিয়ে তাঁরা ফের এর প্রমাণ রাখবে। আরও পড়ুন: Kargil Vijay Diwas 2023: কার্গিলের যুদ্ধে ভারতীয় সেনাদের রক্তাক্ত ইতিহাস সম্পর্কে জানুন