Rape: রক্ষকই ভক্ষক? মহিলা সহকর্মীকে ধর্ষণের অভিযোগ বায়ুসেনার কর্তার বিরুদ্ধে

অভিযুক্তকে জানুয়ারি মাসে দু'বার জেরা করে বয়ান রেকর্ড করা হলেও পরে মামলা বন্ধ করে দেওয়া হয়। তবে বায়ুসেনার তরফে জানানো হয়েছে এই গোটা ঘটনাটি সম্পর্কে তারা অবগত।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ কলকাতার বুকে আর জি কর হাসপাতালে(R G Kar Hospital) কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুন(Murder)এবং ধর্ষণের ঘটনার পর থেকেই একটা প্রশ্ন জোড়াল হচ্ছে। সেটা হল কর্মক্ষেত্রে নিরাপত্তা। নিজের কর্মক্ষেত্রে আদৌ কতটা নিরাপদ মহিলারা? এই প্রশ্নে সরব হয়েছে সাধারণ মানুষ। আর এরই মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ বায়ুসেনার(Indian Air Force) কম্যান্ডারের বিরুদ্ধে। মহিলা কর্মীকে ধর্ষণের(Rape) অভিযোগ উঠেছে ওই সেনা অফিসারের(s Senior Officer) বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে জম্মু-কাশ্মীরের(Jammu-Kashmir) বাদগামে দায়ের করা হল এফআইআর। অভিযোগকারিনী বায়ুসেনার ফ্লাইং অফিসার(Flying Officer)। তাঁর অভিযোগ, বিগত দু'বছর ধরে যৌন নিগ্রহ, মানসিক অত্যাচারের শিকার তিনি। উইং কম্যান্ডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। তিনি জানান, ঘটনার সূত্রপাত ২০২৩ সালের নিউ ইয়ার পার্টি। সেই পার্টিতে যুবতীকে অভিযুক্ত জিজ্ঞেস করেন তিনি নববর্ষের উপহার পেয়েছেন কি না। উত্তরে না জানাতে তিনি বলেন পাশের ঘরে উপহার রাখা রয়েছে। এই বলে তরুণীকে সেখানে নিয়ে যাওয়া হয়। এরপরই নানাভাবে তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। কোনওরকমে ধাক্কাধাক্কি করে সেই ঘর থেকে পালিয়ে আসেন ওই মহিলা অফিসার। সেই সময় তাঁকে হুমকি দেওয়া হয়। বলা হয় 'বাড়িতে কেউ না থাকলে ফের দেখা হবে।' অভিযোগকারিনী জানান, তাঁর সঙ্গে কী ঘটেছে তা বুঝে উঠতেই বেশ কিছুদিন সময় লেগেছে তাঁর। ফ্লাইং অফিসার বলেন, "কী করব কোথায় অভিযোগ জানাব বুঝে উঠতে পারছিলাম না। এই ঘটনার পর অফিসে দেখা হয় অভিযুক্তের সঙ্গে। তার চোখে এক ফোঁটাও অনুতাপের ছাপ দেখিনি। এমন ভাব করছিল যেন কিছুই হয়নি। এরপর দুই সহকর্মীকে সবটা খুলে বলতে তাঁরাই পথ দেখান। এরপর ইন্টারনাল কমিটির কাছেঅভিযোগ দায়ের করি। কিন্তু এই কমিটি সবটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।" তিনি জানান, অভিযুক্তকে জানুয়ারি মাসে দু'বার জেরা করে বয়ান রেকর্ড করা হলেও পরে মামলা বন্ধ করে দেওয়া হয়। তবে বায়ুসেনার তরফে জানানো হয়েছে এই গোটা ঘটনাটি সম্পর্কে তারা অবগত। পুলিশকে তদন্তে সবরকম সহযোগিতা করবে বায়ুসেনা।

মহিলা সহকর্মীকে ধর্ষণের অভিযোগ বায়ুসেনার কর্তার বিরুদ্ধে