করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৯ মে: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases) রেকর্ড গড়ল। একদিনে ভারতে নতুন করোনা রোগী ৭ হাজার ৪৬৬ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুয়ায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ৬৫ হাজার ৭৯৯ জন। এর মধ্যে হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৮৯ হাজার ৯৮৭ জন। ৭১ হাজার ১০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল দিনভর করোনায় আক্রন্ত হয়েছে দেশে ৪ হাজার ৭০৬ জনের মৃত্যু হয়েছে। ভারতের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৫৪৬ জন। সারা রাজ্যে করোনায় মৃত ১৯৮২ জন।

মহারাষ্ট্রের পরেই করোনা আক্রান্তের নিরিখে দেশে দ্বিতীয় রাজ্য হল তামিলনাড়ু। সেখানে মোট কোভিড রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৭২। রাজধানীতে মোট করোনা আক্রান্ত ১৬ হাজার ২৮১। গুজরাটে কোভিড রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৬২। আন্দামান নিকোবরে কোভিড-১৯ পজিটিভ ছিল ৩৩ জন। সবাই এখন সুস্থ। অন্ধ্রপ্রদেশের মোট আক্রান্ত ৩,২৫১ জন। তার মধ্যে ২, ১২৫ জন সুস্থ হয়েছেন। ৫৯ জনের মৃত্যু হয়েছে। অরুণাচলের মোট আক্রান্ত তিন জন। সুস্থ হয়েছেন একজন। অসমে ৮৫৬ জন কোভিড ১৯ রোগীর মধ্যে সেরে উঠেছেন ১০৪ জন। মৃতের সংখ্যা ৪। বিহারে মোট করোনা আক্রান্ত ৩ হাজার ২৯৬। এর মধ্যে সেরে উঠেছেন ১ হাজার ২১১ জন। ১৫ জন মৃত। চণ্ডীগড়ে ২৮৮ জন আক্রান্ত, সেরে উঠেছেন ১৮৯ জন। মৃত্যু হয়েছে চার জনের। ছত্তিশগড়ে ৩৯৯ জন আক্রান্তের মধ্যে ৮৩ জন সুস্থ হয়েছেন। দাদর নগর হাভেলিতে ২জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। আরও পড়ুন- Sai Suresh Rangdal: না ছুঁয়েই করোনা রোগীর কাছে পৌঁছাবে ওষুধ ও খাবার, রোবট তৈরি করল মহারাষ্ট্রের কিশোর

ভারত করোনাভাইরাস লকডাউনের চতুর্থ পর্যায়ে মধ্যবর্তী সময়ে রয়েছে। আগামী ৩১ মে লকডাউন উঠছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার এনিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বার্তালাপ করেছেন। লকডাউন সম্পর্কে তাঁদের মতামত জেনেছেন। গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন চলছে। এই বৈঠকেই প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁদের লকডাউন সম্পর্কিত বক্তব্য রেখেছেন।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Garden Reach Building Collapse: সময় যত এগোচ্ছে গার্ডেনরিচে ধ্বংসস্তূপ সরছে, বাড়ছে লাশের সংখ্যা, মৃত বেড়ে ৮

Gaza:ইজরায়েলের মিসাইল হামলায় গাজার সবচেয়ে বড় চার্চ ভেঙে গুড়িয়ে গেল

Morocco Earthquake: মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল হাজারের বেশি, চলছে উদ্ধার কাজ

Morocco Earthquake: মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৫০, ধ্বংসস্তুপে আরও দেহ থাকার আশঙ্কায়

Morocco Earthquake: মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পের হতের সংখ্যা ৩০০ ছাড়াল, তুরস্কের সেই ভয়াবহ ছবি ফিরল

Odisha Train Accident: কটকের হাসপাতালে মৃত্যু অভিশপ্ত করমণ্ডলের জখম বিহারের যাত্রীর, ওডিশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতের সংখ্যা বেড়ে ২৮৯

Balasore Train Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮, ভিডিয়োতে দেখুন রেললাইন ঠিক করার কাজ

Cyclone Mocha: মায়নমারে মোকায় মৃত্যু বেড়ে ১৪৫, রোহিঙ্গাদের শেষ করে গেল মারণ ঘূর্ণিঝড়