Missile 'Pralay': ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'প্রলয়ে'র উৎক্ষেপণ পরীক্ষায় সফল ভারত
ওড়িশা উপকূলে আজ বুধবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'প্রলয়ে'র ('Pralay') সফল উৎক্ষেপণ হল। ভারতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অধীনে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই প্রলয়কে তৈরি করেছে।
বালাসোর, ২২ ডিসেম্বর: ওড়িশা উপকূলে আজ বুধবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'প্রলয়ে'র ('Pralay') সফল উৎক্ষেপণ হল। ভারতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অধীনে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই প্রলয়কে তৈরি করেছে। এই কর্মসূচির ভিত্তি হল পৃথ্বী প্রতিরক্ষা যান। অভিযান সংক্রান্ত যাবতীয় নিয়মবিধি মেনে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হয়। আরও পড়ুন-Kerala: সাউদার্ন ন্যাভাল কম্যান্ডের প্রদর্শনী দেখছেন সস্ত্রীক রামনাথ কোবিন্দ, দেখুন ভিডিও
জানা গেছে, প্রলয়' হল ৩৫০-৫০০ কিলোমিটারের স্বল্প-পাল্লার, সারফেস থেকে সারফেস ক্ষেপণাস্ত্র। যার পেলোড ক্ষমতা ৫০০-১০০০ কেজি। উপকূলরেখা বরাবর প্রলয়ের গতিপথ পর্যবেক্ষণ করছে টব্যাটারি চালিত ট্র্যাকিং যন্ত্র।