COVID-19 Cases In India: এক দিনে করোনায় মৃত ২ হাজারেরও বেশি, ভারতে কোভিড রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫৪ হাজার ৬৫

বুধবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 Cases) ৩ লক্ষ ৫০ হাজার ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৭৪ জন। একই সঙ্গে মঙ্গলবার সারা দিনে করোনায় মৃতের সংখ্যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। হিসেব বলছে, গতকাল মারণ রোগের বলি হয়েছেন ২০০৩ জন। সবমিলিয়ে দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ১১ হাজর ৯০৩ জন। দেশে এই মুহূর্তে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ৫৪ হাজার ৬৫ জন। এর মধ্যে ১ লক্ষ ৫৫ হাজার ২২৭ জন হাসপাতালে ভর্তি আছেন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১ লক্ষ ৮৬ হাজার ৯৩৫ জন। করোনা আক্রান্তের সংখ্যার বিচারে দেশের মধ্যে ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র।

করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৭ জুন: বুধবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 Cases) ৩ লক্ষ ৫০ হাজার ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৭৪ জন। একই সঙ্গে মঙ্গলবার সারা দিনে করোনায় মৃতের সংখ্যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। হিসেব বলছে, গতকাল মারণ রোগের বলি হয়েছেন ২০০৩ জন। সবমিলিয়ে দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ১১ হাজর ৯০৩ জন। দেশে এই মুহূর্তে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ৫৪ হাজার ৬৫ জন। এর মধ্যে ১ লক্ষ ৫৫ হাজার ২২৭ জন হাসপাতালে ভর্তি আছেন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১ লক্ষ ৮৬ হাজার ৯৩৫ জন। করোনা আক্রান্তের সংখ্যার বিচারে দেশের মধ্যে ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র।

মহারাষ্ট্রে এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১ লক্ষ ১৩ হাজার ৪৪৫ জন। এদিকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৭ হাজার ৮৫১ জন। মৃত্য়ু হয়েছে ৫ হাজার ৫৩৭ জনের। রাজধানীতে এই মুহূর্তে হাসপাতালে থাকা করোনা রোগীর সংখ্যা ৪৪ হাজার ৬৮৮। সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৫০০ জন। মৃতের তালিকায় ১ হাজার ৮৩৭ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্ত ৪০ হাজারেরও উপরে। হাসপাতালে ভর্তি আছেন ৪৮ হাজার ১৯ জন। সুস্থ হয়েছেন ২৬ হাজার ৭৮২ জন। এখনও পর্যন্ত সেখানে ৫২৮ জনের মৃত্যু হয়েছে। আরও পড়ুন-Coronavirus: কমোডের ফ্ল্যাশ থেকেও বাতাসে দ্রুত ছড়াতে পারে করোনাভাইরাস, কী বলছে স্টাডি?

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল যে দেশে করোনায় সুস্থতার হার উন্নতির দিকে। ১৩ জুন যেখানে সুস্থতার হার ছিল ৪৯. ৯৫ শতাংশ, ১৬ জুন সেখানে ৫২.৪৭ শতাংশ। ১২ জুন সুস্থতার হার ছিল ৪৯. ৪৭ শতাংশ। ১১ জুন ছিল ৪৯.২১ শতাংশ। ১০ জুন ছিল ৪৮.৮৮ শতাংশ সুস্থতার হার।