Coronavirus Cases In India: কমল করোনার তাড়ণা, দেশে নতুন রোগী ৭,৫৭৯ জন

দেশেজুড়ে ক্রমশ খর্ব হচ্ছে করোনার থাবা। ফের কমল দৈনিক সংক্রমণ। ৫৪৩ দিন পর গতকাল সোমবার ভারতে নতুন করে মারণ রোগের কবলে পড়লেন ৭ হাজার ৫৭৯ জন।

Coronavirus. | File Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৩ নভেম্বর:  দেশেজুড়ে ক্রমশ খর্ব হচ্ছে করোনার থাবা। ফের কমল দৈনিক সংক্রমণ। ৫৪৩ দিন পর গতকাল সোমবার ভারতে নতুন করে মারণ রোগের কবলে পড়লেন ৭ হাজার ৫৭৯ জন। এদিনই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১২ হাজার ২০২ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ২৩৬ জন। স্বাস্থ্য় মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে ৫৩৪ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস, সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৫৮৪। গত বছর মার্চের পর সর্বনিম্ন এই মুহূর্তে সংক্রামিতর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৭১ লাখ ৯২ হাজার ১৫৪ জন। আজ মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট ১১৭ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৪৯৯ জন টিকা পেয়েছেন।  এদিকে বিদেশে গিয়ে করোনার কবলে পড়লেন দক্ষিণী অভিনেতা কমল হাসান।