Coronavirus Cases In India: দেশে ওমিক্রন আক্রান্ত ৫৭৮ জন, ফের বাড়ছে করোনা
ওমিক্রন আতঙ্কের মধ্যে দেশে দৈনিক করোনা সংক্রমণ বেড়েই চলেছে। রবিবার সারাদিনে নতুন করে মারণ রোগের কবলে পড়েন (Coronavirus Cases In India)দেশের ৬ হাজার ৫৩১ জন বাসিন্দা।
নতুন দিল্লি, ১৭ ডিসেম্বর: ওমিক্রন আতঙ্কের মধ্যে দেশে দৈনিক করোনা সংক্রমণ বেড়েই চলেছে। রবিবার সারাদিনে নতুন করে মারণ রোগের কবলে পড়েন (Coronavirus Cases In India)দেশের ৬ হাজার ৫৩১ জন বাসিন্দা। একই দিনে হাসপাতাল থেকে করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন ৭ হাজার ১৪১ জন। এই মুহূর্তে অ্য়াক্টিভ কেস ৭৫ হাজার ৮৪১ টি। সোমবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭৮। আরও পড়ুন-BJP MP Tejasvi Surya: 'হিন্দু ধর্ম ত্যাগীদের পুনরায় ধর্মান্তরিত করুন', কী বলছেন বিজেপি সাংসদ! (দেখুন ভিডিও)
করোনার দৈনিক পরিসংখ্যান
দিল্লিতে মোট ওমিক্রন আক্রান্ত ১৪২ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৩ জন। মহারাষ্ট্রে ওমিক্রনের কবলে ১৪১ জন। সুস্ধ হয়েছেন ৪২ জন। কেরালায় ৫৭ জন ওমিক্রন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ জন। গুজরাটে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৯। সুস্থ হয়ে উঠেছেন ১০ জন। রাজ্সতানে মোট ওমিক্রন আক্রান্ত ৪৩ জন। সুস্থ হয়েছেন ৩০ জন। তেলাঙ্গানায় ৪১ জন ওমিক্রন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন।