Coronavirus Cases In India: অ্যাক্টিভ রোগী সাড়ে তিনলাখের ঊর্ধ্বে, ফের বাড়ল কোভিড সংক্রমণ

ফের বাড়ল সংক্রমণ৷ মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ২৭ হাজার ১৭৬ জন৷ গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৮ হাজার ১২ জন৷

Covid-19 Cases In India (Photo: File)

নতুন দিল্লি, ১৫ সেপ্টেম্বর: ফের বাড়ল সংক্রমণ৷ মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ২৭ হাজার ১৭৬ জন৷ গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৮ হাজার ১২ জন৷ গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডের বলি ২৮৪ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৭৫৫৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ২৫ লাখ ২২ হাজার ১৭১ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ রোগী ৩ লাখ ৫১ হাজার ৮৭ জন৷ করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৪৩ হাজার ৪৯৭ জন৷ আরও পড়ুন-Happy Engineer’s Day 2021: শুভ ইঞ্জিনিয়র দিবস, ভারতরত্ন মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য

কোভিডের দৈনিক পরিসংখ্যান

এখনও পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন ৭৫ কোটি ৮৯ লাখ ১২ হাজার ২৭৭ জন৷ শুধু গতকাল সারাদিনে টিকা পেলেন ৬১ লাখ ১৫ হাজার ৬৯০ জন৷ এদিকে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২৫.৭ মিলিয়ন৷ অন্যদিকে বিশ্বে করোনায় মৃত ৪.৬৪ মিলিয়ন৷ টিকাকরণের আওতায় এসেছে ৫.৭৪ মিলিয়ন জনতা৷



@endif