Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২২,৪৩১ জন, মৃত্যু ৩১৮ জনের

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ২২ হাজার ৪৩১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩১৮ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪ হাজার ৬০২ জন। গতকাল দেশে মোট আক্রান্তের মধ্যে কেরলেরই ১২ হাজার ৬১৬ জন। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৪ জনের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৩১২ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ২ লাখ ৪৪ হাজার ১৯৮ জনের। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লাখ ২৫৮ জন। আর করোনায় দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৪৯ হাজার ৮৫৬ জন।

Covid-19 Cases In India (File Photo)

নতুন দিল্লি, ৭ অক্টোবর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ২২ হাজার ৪৩১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩১৮ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪ হাজার ৬০২ জন। গতকাল দেশে মোট আক্রান্তের মধ্যে কেরলেরই ১২ হাজার ৬১৬ জন। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৪ জনের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৩১২ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ২ লাখ ৪৪ হাজার ১৯৮ জনের। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লাখ ২৫৮ জন। আর করোনায় দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৪৯ হাজার ৮৫৬ জন।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ৯২ কোটি ৬৩ লাখ ৬৮ হাজার ৬০৮ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল ৪৩ লাখেরও বেশি টিকা দেওয়া হয়েছে। আরও পড়ুন: Petrol-Diesel Price Hike: পরপর ৩ দিন দাম বাড়ল জ্বালানির, জেনে নিন কলকাতায় পেট্রল-ডিজেলের নতুন দাম

বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার ৩১২ জন। আর এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৫৫২ জন। সুস্থ হয়েছেন ২১ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ৬৭৫ জন।