Covid-19 Cases In India: কমছে সংক্রমণের হার, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৯,৭৪০ জন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ১৯ হাজার ৭৪০ জন। যা গতকালের থকে ৭ শতাংশ কম। বর্তমানে দেশে মোট ২ লাখ ৩৬ হাজার ৬৪৩ জনের চিকিৎসা চলছে। যা গত ২০৬ দিনের মধ্যে সর্বনিম্ন।

Coronavirus In India(Photo Credits: PTI)

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ১৯ হাজার ৭৪০ জন। যা গতকালের থকে ৭ শতাংশ কম। একই সময়ে মৃত্যু হয়েছে ২৪৮ জনের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছ, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৯ লাখ ৩৫ হাজার ৩০৯ জন। আর মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৩৭৫ জনের। বর্তমানে দেশে মোট ২ লাখ ৩৬ হাজার ৬৪৩ জনের চিকিৎসা চলছে। যা গত ২০৬ দিনের মধ্যে সর্বনিম্ন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ৯৪ কোটির বেশি। তার মধ্যে গতকালই ৭৯ লাখ ১২ হাজার ২০২০ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে।

ANI-র টুইট: 

এদিকে, ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৩২ জনের। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৫৬ হাজার ৩৮২। একই সময়ের মধ্যে ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪২ হাজার ৭৩১ জন। এ নিয়ে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৭৯ লাখ ৭২ হাজার ৫৭৬ জনে।