COVID-19 Cases In India: ১ দিনে সংক্রামিত ৬২, ০৬৪ জন, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২২ লাখ ১৫ হাজার
৬২ হাজার ৬৪ জন নতুন আক্রান্তকে নিয়ে ভারতে করোনা রোগীর সংখ্যা ছাড়ালো ২২ লাখ। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে মোট করোনা রোগীর সংখ্যা এখন ২২ লাখ ১৫ হাজার ৭৫। এই মুহূর্তে সংক্রামিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬ লাখ ৩৪ হাজার ৯৪৫ জন। সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৭৪৪ জন। রবিবার সারাদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার সাতজনের। সবমিলিয়ে মৃত্যু মিছিলে শামিল ৪৪ হাজার ৩৮৬ জন। এদিন আগেভাগেই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ১০ লাখ ৫০ হাজারেরও বেশি রোগী সুস্থ (COVID-19 Recovery) হয়ে উঠেছেন।
নতুন দিল্লি, ১০ আগস্ট: ৬২ হাজার ৬৪ জন নতুন আক্রান্তকে নিয়ে ভারতে করোনা রোগীর সংখ্যা ছাড়ালো ২২ লাখ। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে মোট করোনা রোগীর সংখ্যা এখন ২২ লাখ ১৫ হাজার ৭৫। এই মুহূর্তে সংক্রামিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬ লাখ ৩৪ হাজার ৯৪৫ জন। সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৭৪৪ জন। রবিবার সারাদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার সাতজনের। সবমিলিয়ে মৃত্যু মিছিলে শামিল ৪৪ হাজার ৩৮৬ জন। এদিন আগেভাগেই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ১০ লাখ ৫০ হাজারেরও বেশি রোগী সুস্থ (COVID-19 Recovery) হয়ে উঠেছেন। আরও পড়ুন-Tirupati Temple: মহামারী করোনার গ্রাসে তিরুমালা তিরুপতি মন্দিরের ৭৪৩ জন কর্মী, মৃত ৩
টুইটের সিরিজে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের মধ্যে ১০টি রাজ্যে এই মুহূর্তে সংক্রমণ বাড়ছে হু হু করে। নতুন আক্রান্তের মধ্যে ৮০ শতাংশেরও বেশি রয়েছে সংক্রমণের শীর্ষে থাকা রাজ্যগুলিতে। রবিবার ভারতে সুস্থতার হার সবথেকে বেশি। একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ৫৩ হাজার ৮৭৯ জন। স্বাস্থ্য মন্ত্রক বলেছে, “টেস্টের সংখ্যা বাড়াতে সংক্রমণও সামনে আসছে। ১৫ লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছে, এই কারণেই। ব্যাপকহারে টেস্ট হচ্ছে, একই সঙ্গে দক্ষতার সঙ্গে চিকিৎসাও চলছে। মহামারী করোনায় সবথেকে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। যেখানে মৃত্যু মিছিলে শামিল ১৭ হাজার ৩৬৭ জন। সবথেকে বেশি করোনা আক্রান্ত ১০টি রাজ্য হল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, তেলেঙ্গানা, গুজরাট, অসম, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ।
বিশ্বে তৃতীয় করোনাবিধ্বস্ত দেশটি হল ভারত। রবিবার ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৩৯৯ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ২১ লাখ ৫৩ হাজার ১১ জন। এরমধ্যে সংক্রামিত ৬ লাখ ২৮ হাজার ৭৪৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৮০ হাজার ৮৮৪ জন। রবিবার পর্যন্ত দেশে করোনার বলি ৪৩ হাজার ৩৭৯ জন। বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯.৭ মিলিয়ন ছাড়িয়ে গেল। যেখানে মৃত্যুমিছিলে শামিল ৭ লক্ষ ২৯ হাজার মানুষ। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী সোমবার সকালের তথ্য বলছে বিশ্বে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার ৫৬৬। মৃতের সংখ্যা বেড়ে ৭ লাখ ২৯ হাজার ৬৯২। বিশ্বে সবথেকে করোনা বিধ্বস্ত দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৫০ লাখ ৪৪ হাজার ৪৩৫। মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৬২ হাজার ৯১৯। এরপরেই ৩০ লাখ ৩৫ হাজার ৪২২ জন সংক্রামিতকে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)