Unemployment in India: ২ কোটি ২০ লক্ষ ভারতীয় এপ্রিল,মে-তে কাজ হারিয়েছেন

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বহু ভারতীয় কর্মহীন হয়েছেন। লকডাউন, সংক্রমণের হার বাড়ার ফলে ব্যবসায় ব্যাপক ক্ষতির ধাক্কাটা ভারতীয়বাসীর চাকরীর ওপর দিয়ে গিয়েছে। ভারতীয় অর্থনীতির নিয়ন্ত্রক সেন্টার (CMIE)-এর প্রধান মহেশ ভ্যাস জানালেন, চলতি বছর এপ্রিল এবং মে মাসে ২২ মিলিয়ন ভারতীয় চাকরি হারিয়েছেন।

কর্মসংস্থান (প্রতীকী ছবি: Pixabay)

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বহু ভারতীয় কর্মহীন হয়েছেন। লকডাউন, সংক্রমণের হার বাড়ার ফলে ব্যবসায় ব্যাপক ক্ষতির ধাক্কাটা ভারতীয়বাসীর চাকরীর ওপর দিয়ে গিয়েছে। ভারতীয় অর্থনীতির নিয়ন্ত্রক সেন্টার (CMIE)-এর প্রধান মহেশ ভ্যাস (Mahesh Vyas) জানালেন, চলতি বছর এপ্রিল এবং মে মাসে ২২ মিলিয়ন ভারতীয় চাকরি হারিয়েছেন। মানে ২ কোটি ২০ লক্ষ ভারতীয় কর্মহীন হয়ে পড়েছেন করোনার দ্বিতীয় ঢেউয়ে। দেশে ৪০ কোটি মানুষ কাজ করেন, তার মধ্যে গত দু মাসে ২ কোটি ২০ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন বলে CMIE জানিয়েছেন।

 



@endif