Flights For Stranded Indians: বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে উদ্যোগী কেন্দ্র, ৬৪ টি বিমানে দেশে ফিরবে ১৪ হাজার ৮০০ জন

বিদেশে আটকে পড়া ভারতীয়দের (Indians) দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। বিমানে ওই ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। ৬৪টি বিমানে ফিরিয়ে আনা হবে ১৪ হাজার ৮০০ জনকে। সংযুক্ত আরব আমিরশাহী (UAE) থেকে আসবে ১০টি বিমান। আরব থেকেই সবচেয়ে বেশি সংখ্যায় ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। এছাড়াও আমেরিকা, ব্রিটেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরবের মতো দেশ থেকেও আসবে বিমান।

প্রতীকী ছবি(Photo Credit: ANI)

নতুন দিল্লি, ৫ মে: বিদেশে আটকে পড়া ভারতীয়দের (Indians) দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। বিমানে ওই ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। ৬৪টি বিমানে ফিরিয়ে আনা হবে ১৪ হাজার ৮০০ জনকে। সংযুক্ত আরব আমিরশাহী (UAE) থেকে আসবে ১০টি বিমান। আরব থেকেই সবচেয়ে বেশি সংখ্যায় ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। এছাড়াও আমেরিকা, ব্রিটেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরবের মতো দেশ থেকেও আসবে বিমান।

সংযুক্ত আরব আমিরশাহী, মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, বাংলাদেশ, বাহরাইন, কুয়েত ও ওমানকে ১২ টি দেশ থেকে ফিরিয়ে আনার জন্য এয়ার ইন্ডিয়া এবং এর সহায়ক সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিশেষ বিমানের পরিচালনা করে। কর্মকর্তারা জানান, করোনাভাইরাস বিস্তার রোধে ভারত ২৫ মার্চ থেকে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ১৭ মে পর্যন্ত চলবে। এই সময়ের জন্য সমস্ত বাণিজ্যিক যাত্রী উড়ান রাখা হয়েছিল। আরও পড়ুন, ভারতে রেকর্ড সংখ্যার নতুন আক্রান্ত, ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ৩ হাজার ৯০০; মৃত্যু ১৯৫ জনের

তাই সোমবার স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করে তারা মে থেকে বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের পর্যায়ক্রমে বিমানের ও নৌ-জাহাজের মাধ্যমে ফিরে আসার সুযোগ দেবে। টিকিট কেটে তবেই আসতে হবে তাদের। কর্মকর্তারা PTI-কে জানিয়েছেন, ১৩ মের মধ্যে ভারত সংযুক্ত আরবে ১০ টি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের প্রত্যেককে সাতটি, সৌদি আরবের পাঁচটি, সিঙ্গাপুরের পাঁচটি এবং কাতারে দুটি বিমান চালাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তারা আরও জানান, মালয়েশিয়া ও বাংলাদেশে প্রত্যেকে সাতটি বিমান, কুয়েত ও ফিলিপাইনের জন্য পাঁচটি, ওমান ও বাহরাইনের জন্য দুটি করে বিমান চালানো হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, এরমধ্যে ১৫ টি কেরালার, ১১ টি করে দিল্লি ও তামিলনাড়ু থেকে, সাতটি মহারাষ্ট্র ও তেলঙ্গানা থেকে এবং বাকি বিমানগুলি পাঁচটি রাজ্য থেকে যাত্রা করবে।

সাত দিনের সময়কালে প্রায় ১৪,৮০০ ভারতীয় নাগরিক এই ৬৮ টি বিমানে দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ১৩ মের পরে সরকার আরও কিছু বিমান চালাবে। সোমবার দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ল। সোমবার দিনভর নতুন করোনা পজিটিভ (COVID-19 Count) রোগী ৩ হাজার ৯০০ জন। গতকাল মৃত্যু হয়েছে ১৯৫ জনের। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী মঙ্গলবার দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৪৬ হাজার ৪৩৩-এ। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৫৬৮। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩২ হাজার ১৩৮ জন। ১২ হাজার ৭২৬ জন রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। দেশের মধ্যে করোনা আক্রান্তের বিচারে মহারাষ্ট্রের অবস্থা সবথেকে খারাপ। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে মৃত্যু হয়েছে ৩৫ জনের। হু হু করে বাড়ছে সংক্রমণ।