200 Crore Covid Vaccine Milestone: ভারতে করোনা টিকাকরণ ২০০ কোটির মাইলফলক ছাড়াল

ভারতে করোনা টিকাকরণ (Covid Vaccination) ২০০ কোটির মাইলফলক ছাড়িয়ে গেল। গত বছরের ১৬ জানুয়ারি দেশে টিকাকরণ অভিযান শুরু হয়েছিল। তার ১৮ মাস পরে টিকাকরণ ২০০ কোটি ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া (Union Health Minister Dr Mansukh Mandaviya) এই খবর জানিয়ে টুইটে লিখেছেন, "এটা আমাদের জন্য গর্বের বিষয় যে ভারতে করোনা টিকাকরণ ২ বিলিয়ন ডোজ অতিক্রম করেছে। এই কৃতিত্বের জন্য আমি স্বাস্থ্যসেবা কর্মীদের এবং নাগরিকদের অভিনন্দন জানাই।"

COVID 19 Vaccine (Photo Credit: Twitter/ANI)

নতুন দিল্লি, ১৭ জুলাই: ভারতে করোনা টিকাকরণ (Covid Vaccination) ২০০ কোটির মাইলফলক ছাড়িয়ে গেল। গত বছরের ১৬ জানুয়ারি দেশে টিকাকরণ অভিযান শুরু হয়েছিল। তার ১৮ মাস পরে টিকাকরণ ২০০ কোটি ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া (Union Health Minister Dr Mansukh Mandaviya) এই খবর জানিয়ে টুইটে লিখেছেন, "এটা আমাদের জন্য গর্বের বিষয় যে ভারতে করোনা টিকাকরণ ২ বিলিয়ন ডোজ অতিক্রম করেছে। এই কৃতিত্বের জন্য আমি স্বাস্থ্যসেবা কর্মীদের এবং নাগরিকদের অভিনন্দন জানাই।"

১০০ কোটি টিকাকরণের মাইলফলকে পৌঁছতে ২২৭ দিন লেগেছিল। গত বছরের ১৭ সেপ্টেম্বর একদিনে আড়াই কোটি ডোজ টিকা দেওয়া হয়েছিল, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। আরও পড়ুন: Prachanda Meets JP Nadda: জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন কমিউনিস্ট পার্টি অফ নেপালের চেয়ারম্যান পুষ্প কমল দাহাল

গত বছরের ১৬ জানুয়ারি দেশব্যাপী টিকাকরণ অভিযান শুরু হয়েছিল। প্রথম পর্যায়ে স্বাস্থ্যসেবা কর্মীদের টিকা দেওয়া হয়েছিল। গত বছরের ২ ফেব্রুয়ারি থেকে ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া শুরু হয়। গত বছরের মার্চ থেকে ৬০ বছরের বেশি বয়সি এবং ৪৫ বছরের উপরে অসুস্থদের টিকা দেওয়া শুরু হয়েছিল। আজ থেকে সমস্ত প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে কোভিড টিকার (Covid-19 Vaccine) বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া শুরু হচ্ছে। আগামী ৭৫ দিন এই কর্মসূচি চলবে দেশজুড়ে। সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে করোনাভাইরাস টিকার বিনামূল্যে বুস্টার ডোজ পাওয়া যাবে। ভারতের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উপলক্ষে সরকারের 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপনের অংশ হিসাবে এই কর্মসূচি নেওয়া হয়েছে।