India-Canada Row: কূটনীতিক ফিরিয়ে ভারতের বিরুদ্ধে তোপ, কানাডার অভিযোগ নস্যাৎ দিল্লির

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের উত্তাপ বাড়তে শুরু করে। কানাডাকে অক্টোবরের মধ্যে ৪১ জন কূটনীতিককে দেশে ফেরাতে হবে বলে জানিয়ে দেয় বিদেশমন্ত্রক। যা শুনে ভারতের সঙ্গে একান্ত আলোচনায় বসতে চায় কানাডা। কিন্তু ৪১ জন কূটনীতিককে ফেরানোর বিবৃতিতে অনড় থাকে দিল্লি।

Justin Trudeau, PM Narendra Modi (Photo Credit: Instagram)

দিল্লি, ২০ অক্টোবর: ভারত থেকে ৪১ জন কূটনীতিককে দেশে ফেরায় কানাডা। ভারত থেকে ৪১ জন কূটনীতিককে দেশে ফেরানোর পর বিষয়টি নিয়ে মুখ খোলেন সে দেশের বিদেশমন্ত্রী মেলানি জলি। কূটনীতিক প্রত্যাবর্তন ইস্যুতে মেলানি জলির মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয় ভারতের তরফে।  নয়া দিল্লির সমতার বাস্তবায়নকে যেভাবে আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন হিসাবে উপস্থাপিত করার চেষ্টা করা হয়, তা প্রত্যাখ্যান করা হয়েছে।

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের উত্তাপ বাড়তে শুরু করে। কানাডাকে অক্টোবরের মধ্যে ৪১ জন কূটনীতিককে দেশে ফেরাতে হবে বলে জানিয়ে দেয় বিদেশমন্ত্রক। যা শুনে ভারতের সঙ্গে একান্ত আলোচনায় বসতে চায় কানাডা। কিন্তু ৪১ জন কূটনীতিককে ফেরানোর বিবৃতিতে অনড় থাকে দিল্লি। সেই অনুযায়ী, এবার ৪১ কূটনীতিককে ভারত থেকে দেশে ফেরায় ওট্টাওয়া। ভারত যেভাবে কূটনীতিকদের ফেরানোর কথা বলে, তার কোনও যুক্ত নেই। এমনকী ভিয়েনা কনভেনশনকে বুড়ো আঙুল দেখিয়ে ভারত এক তরফা এই সিদ্ধান্ত নেয় বলেও দাবি করেন কানাডার বিদেশমন্ত্রী মেলানি জলি। কানাডার বিদেশমন্ত্রীর ওই মন্তব্য ততক্ষণাৎ খারিজ করা হয় ভারতের তরফে।



@endif