One Billion Covid-19 Vaccinations: ১০০ কোটি টিকাকরণের মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত
১০০ কোটি টিকাকরণের মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত। আজ সকালেই ১ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় দেশ। এখনও পর্যন্ত দেশের মোট প্রাপ্তবয়স্ক জননসংখ্যার ৭৫ শতাংশ কমপক্ষে একটি ডোজ পেয়েছেন। ৩১ শতাংশের দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে। এই মাসে দৈনিক গড়ে ৫০ লাখ করে টিকা দেওয়া হয়েছে।
নতুন দিল্লি, ২১ অক্টোবর: ১০০ কোটি টিকাকরণের (Covid-19 Vaccinations) মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত (India)। আজ সকালেই ১ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় দেশ। এখনও পর্যন্ত দেশের মোট প্রাপ্তবয়স্ক জননসংখ্যার ৭৫ শতাংশ কমপক্ষে একটি ডোজ পেয়েছেন। ৩১ শতাংশের দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে। এই মাসে দৈনিক গড়ে ৫০ লাখ করে টিকা দেওয়া হয়েছে।
১০০ কোটি টিকাকরণের মাইলস্টোন ছুঁতেই স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া (Mansukh Mandaviya) টুইট করছেন। তিনি লেখেন, "অভিনন্দন ভারত! এটা আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ফল।"
স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়ার টুইট:
১০০ কোটির উদযাপনে আজ লালকেল্লায় কৈলাস খেরের গাওয়া গান এবং একটি বিশেষ ফিল্ম লঞ্চ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া ১০০ কোটি টিকাকরণে 'সেঞ্চুরি' উপলক্ষে অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উপস্থিতিতে বিমান সংস্থা স্পাইসজেট নিজেদের কর্মীদের জন্য একটি বিশেষ পোশাক লঞ্চ করবে।