Pappu Yadav: জামায় নিট দুর্নীতির স্টিকার চিটিয়ে সংসদে শপথ নির্দল পাপ্পু যাদবের
নিট কাণ্ডের প্রতিবাদের মাত্রাকে বহুগুণ বাড়িয়ে দিলেন বিহারের নির্দল সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস নেতা পাপ্পু যাদব। সংসদে শপথ বাক্যপাঠ করতে ওঠা পাপ্পু যাদবের জামায় লেখা থাকল 'Re-NEET'।
নিট কাণ্ডের প্রতিবাদের মাত্রাকে বহুগুণ বাড়িয়ে দিলেন বিহারের পূর্ণিয়া (Purnea)-র নির্দল সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস নেতা পাপ্পু যাদব (Pappu Yadav)। সংসদে শপথ বাক্যপাঠ করতে ওঠা পাপ্পু যাদবের জামায় লেখা থাকল 'Re-NEET'। স্বচ্ছভাবে আরও একবার নিট পরীক্ষার দাবিতেই এই স্লোগান। নিট আন্দোলনকে একেবারে দেশের সর্বোচ্চ মঞ্চে পৌঁছে দিলেন বিহারের বাহুবলী সাংসদ। জেল থেকে ছাড়া পেয়ে যিনি কংগ্রেসের টিকিটে পূর্ণিয়া লোকসভা থেকে লড়তে চেয়েছিলেন। কিন্তু আরজেডি এই আসনটি কংগ্রেসকে ছাড়তে রাজি হয়নি।
জোট ধর্ম পালন করতে তাই পাপ্পু-কে টিকিট দেয়নি কংগ্রেস। কিন্তু সব ঝুঁকি নিয়ে পুর্ণিয়ায় নির্দল প্রার্থী হয়ে লড়ে রাজ্যের দুই বড় দল-জেডি (ইউ) ও আরজেডি-কে হারিয়ে সংসদে গিয়েছেন পাপ্পু।
দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো
শপথ নেওয়ার পর পাপ্পু যাদব দাবি করলেন, নিট কেলেঙ্কারির দোষীদের আড়াল করছে সরকার। তা না হলে কেন সুবোধ সিংকে গ্রেফতার করা হচ্ছে না? তরুণ, যুবদের কথা কেউ বলার নেই। তাই আমি 'RE-NEET'লেখা স্টিকার পরার সিদ্ধান্ত নিয়েছি।
ভোটে জয়ের পর কংগ্রেসকেই সমর্থনের কথা ঘোষণা করেছেন পাপ্পু। শপথ নিতে উঠে পূর্ণিয়ার নির্দল সাংসদ বললেন, রি-নিট, বিহারের জন্য বিশেষ মর্যাদা, সীমাঞ্চল জিন্দাবাদ, মানবতা জিন্দাবাদ, ভিম জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ।"