Arnab, Aag, Tej, Vyom, Gati: অর্ণব, আগ, তেজ, গতি, ব্যোম; ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে আসন্ন সাইক্লোনের নামকরণ করল দিল্লি
আসন্ন সাইক্লোনগুলির নামকরণ করল দিল্লির মৌসম ভবন ইন্ডিয়া মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD)। সেই নামের তালিকা প্রকাশিত হল বুধবার। এই তালিকাতেই রয়েছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগরের উপর ঘনীভূত ট্রপিকাল সাইক্লোনের বিশদ বিবরণ। দিল্লির মৌসম ভবন মোট ১৩টি সদস্য দেশকে ট্রপিকাল সাইক্লোন এবং আসন্ন ঝড় সংক্রান্ত সব তথ্য দিয়ে থাকে। সদস্য দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইয়েমেন। বিশ্বে মোট ৬টি রিজিওনাল স্পেশালাইজড মেটিওরলজিকাল সেন্টার এবং ৫টি রিজিওনাল ট্রপিকাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার রয়েছে। এখান থেকেই সময়ে সময়ে ট্রপিকাল সাইক্লোনের নাম ও নির্দেশিকা প্রকাশিত হয়।
নতুন দিল্লি, ২৯ এপ্রিল: আসন্ন সাইক্লোনগুলির নামকরণ করল দিল্লির মৌসম ভবন ইন্ডিয়া মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD)। সেই নামের তালিকা প্রকাশিত হল বুধবার। এই তালিকাতেই রয়েছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগরের উপর ঘনীভূত ট্রপিকাল সাইক্লোনের বিশদ বিবরণ। দিল্লির মৌসম ভবন মোট ১৩টি সদস্য দেশকে ট্রপিকাল সাইক্লোন এবং আসন্ন ঝড় সংক্রান্ত সব তথ্য দিয়ে থাকে। সদস্য দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইয়েমেন। বিশ্বে মোট ৬টি রিজিওনাল স্পেশালাইজড মেটিওরলজিকাল সেন্টার এবং ৫টি রিজিওনাল ট্রপিকাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার রয়েছে। এখান থেকেই সময়ে সময়ে ট্রপিকাল সাইক্লোনের নাম ও নির্দেশিকা প্রকাশিত হয়। আরও পড়ুন- Kim Jong Un: মৃত্যুর খবর গুজব, করোনা থেকে বাঁচতে প্রকাশ্যে আসছেন না কিম জং উন
আগামী দিনে একের পর এক সাইক্লোন আসতে চলেছে। এই ১৩টি দেশে আছড়ে পড়তে চলা সাইক্লোনের নামকরণ করে ফেলল ভারতীয় আবহাওয়া দপ্তর। এই নামগুলি হল গতি, তেজ, মুরাসু, আগ, ব্যোম, ঝড়, প্রবাহ, নীর, প্রভঞ্জন, ঘূর্ণি, অম্বুদ, জলধি এবং ভেগা। বাংলাদেশের জন্য বরাদ্দ নামের তালিকায় রয়েছে নিসর্গ, বিপর্যয় অর্ণব ও উপকূল। স্ট্যান্ডার্ড প্রসিডিওর মেনেই এই নামকরণ করেছে দিল্লি।