IMA On Antibiotics: অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে সোশ্যাল মিডিয়াতে সতর্কবার্তা IMA-এর

আবহাওয়ার পরিবর্তনের কারণে দেশজুড়ে বাড়ছে জ্বর ও সর্দি-কাশিররোগীর সংখ্যা। এই সমস্ত সমস্যার হাত থেকে বাঁচার জন্য অনেক চিকিৎসক ও রোগী অ্যান্টিবায়োটিকের ব্যবহার করছেন। শুক্রবার এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে একটি বিজ্ঞপ্তি পোস্ট করে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার সম্পর্কে সতর্ক করল ইন্ডিয়ান মেডিকাল অ্যাসোসিয়েশন।

Photo Credits: TWitter @IMAIndiaOrg

নয়াদিল্লি: আবহাওয়ার পরিবর্তনের কারণে দেশজুড়ে বাড়ছে জ্বর (seasonal fever) ও সর্দি-কাশির (cold & cough) রোগীর (patients) সংখ্যা। এই সমস্ত সমস্যার হাত থেকে বাঁচার জন্য অনেক চিকিৎসক (medical practitioners) ও রোগী (patients) অ্যান্টিবায়োটিকের (antibiotics) ব্যবহার করছেন। শুক্রবার এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে একটি বিজ্ঞপ্তি পোস্ট করে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার সম্পর্কে সতর্ক করল ইন্ডিয়ান মেডিকাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মরশুম বদলানোর ফলে জ্বর ও সর্দি-কাশির রোগ বাড়ছে দেশজুড়ে। এর হাত থেকে বাঁচার জন্য অনেক চিকিৎসকই রোগীদের অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছেন। কোনও কোনও রোগী আবার নিজেই ওষুধের দোকানে গিয়ে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছেন। কিন্তু, তার জেরে যে নিজেরাই অন্য বিপদ ডেকে আনছেন তা বুঝতে পারছেন না। সংগঠনের তরফে সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে। জ্বর বা সর্দি-কাশি হলেই অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা যেন না জন্মায় সেই বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। চিকিৎসকরাও যেন এই বিষয়ে সতর্ক পদক্ষেপ গ্রহণ করেন। আরও পড়ুন: Adenovirus: অ্যাডিনো ভাইরাস থেকে বাঁচতে কী করবেন, দেখে নিন এক নজরে