ICSE 10th Result 2022: আজ আইসিএসই ক্লাস টেনের পরীক্ষার ফলপ্রকাশ, ফলাফল জানুন cisce.org, results.cisce.org-তে

আজ আইসিএসই ক্লাস টেনের (ICSE Class 10) বোর্ডের পরীক্ষার ফলপ্রকাশ (Results) হবে। বিকেল ৫টার সময় ফল প্রকাশ করা হবে জানিয়েছেন বোর্ড সেক্রেটারি গেরি আরাথুন। যে সমস্ত ছাত্রছাত্রীরা আইসিএসই ক্লাস টেনের পরীক্ষায় অংশ নিয়েছিল তাদের এটা জেনে রাখা উচিত যে ফলাফল আইসিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org, results.cisce.org-তে প্রকাশ করা হবে। মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফলাফল।

নতুন দিল্লি, ১৭ জুলাই: আজ আইসিএসই ক্লাস টেনের (ICSE Class 10) বোর্ডের পরীক্ষার ফলপ্রকাশ (Results) হবে। বিকেল ৫টার সময় ফল প্রকাশ করা হবে জানিয়েছেন বোর্ড সেক্রেটারি গেরি আরাথুন। যে সমস্ত ছাত্রছাত্রীরা আইসিএসই ক্লাস টেনের পরীক্ষায় অংশ নিয়েছিল তাদের এটা জেনে রাখা উচিত যে ফলাফল আইসিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org, results.cisce.org-তে প্রকাশ করা হবে। মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফলাফল।

কীভবে ফলাফল জানা যাবে:

আরও পড়ুন: Communal Violence In Kannauj: মন্দির চত্বরে মাংসের টুকরো ফেলার অভিযোগ ঘিরে সাম্প্রদায়িক হিংসা উত্তরপ্রদেশের কনৌজে

এসএমএসে মাধ্যমে ফলাফল কীভাবে জানবেন:

এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। মোবাইলে 'ICSE (7 Digit Unique ID)' টাইপ করে 9248082883 নম্বরে মেসেজ পাঠাতে হবে।

কোভিড পরিস্থিতির কারণে বোর্ড দুটি মেয়াদে পরীক্ষা নিয়েছিল। প্রথম মেয়াদে ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় মেয়াদে ২০২২ সালের এপ্রিল-মে মাসে পরীক্ষা হয়েছিল।