Indian Coast Guard: ৩০০ কোটি টাকার মাদক-সহ গুজরাট উপকূলে আটক পাকিস্তানি নৌকা, ধৃত ১০

আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় একটি পাকিস্তানি নৌকাকে আটক করলেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। যার ভেতর থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪০ কেজি মাদক, অস্ত্র ও গুলি। নৌকায় থাকা ১০ জনকে গ্রেফতারও করা হয়েছে।

গুজরাটে ধৃত পাকিস্তানি নৌকা (Photo Credits: ANI)

ওখা: গুজরাট উপকূল এলাকা (Gujarat coast area) দিয়ে সুযোগ পেলেই মাদক (drugs) পাচারের চেষ্টা করে পাকিস্তান (Pakistan)। তার মধ্যে বেশিরভাগ বারই ভারতীয় উপকূলরক্ষীদের (Indian Coast Guard) তৎপরতায় ভেস্তে যায় মাদক পাচারকারীদের পরিকল্পনা। ফের সেই ঘটনাই ঘটল, আন্তর্জাতিক জলসীমা (International Maritime Border Line ) পেরিয়ে ভারতে (India) প্রবেশ করার সময় একটি পাকিস্তানি নৌকাকে (Pakistani Boat) আটক করলেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। যার ভেতর থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪০ কেজি মাদক (Narcotics), অস্ত্র (arms) ও গুলি (ammunition)। নৌকায় থাকা ১০ জনকে গ্রেফতারও করা হয়েছে।

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গেছে, গুজরাট এটিএসের গোয়েন্দাদের কাছ থেকে খবর (intelligence input by ATS Gujarat) পেয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন জাহাজ (ship) আইসিজিএস অরিঞ্জনকে (ICGS Arinjay) পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক জল সীমান্তের কাছে মোতায়েন করে রাখা হয়েছিল। ২৫ ও ২৬ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অর্থাৎ রবিবার মধ্যরাতে পাকিস্তানের জলসীমান্ত পেরিয়ে একটি নৌকাকে ভারতের জলসীমায় প্রবেশ করতে দেখেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। তারপরই সেটাকে চারিদিক থেকে ঘিরে ফেলে আটক করা হয়।

আটক ওই নৌকাতে পা রাখতেই শুরু হয় তল্লাশি। আর তখনই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সদস্যদের চোখে পড়ে আল সোহেলি (Al Soheli) নামক ওই নৌকাটিতে লুকিয়ে রাখা রয়েছে অনেকগুলি আগ্নেয়াস্ত্র, গুলি এবং প্রায় ৪০ কেজি মাদক। বর্তমানে যার বাজারমূল্য ৩০০ কোটি টাকা। সেগুলিকে বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে নৌকাতে থাকা ১০ জন নাবিককে গ্রেফতার করা হয়। মাদক-সহ নৌকা ও ধৃতদের গুজরাটের ওখায় (Okha) নিয়ে গিয়ে তদন্ত (investigation) করা হচ্ছে। ওই মাদক ও অস্ত্রগুলি কোথায় এবং কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।



@endif