IAF AN-32 Aircraft Crash: দুর্ঘটনায় প্রাণ হারানোদের নাম প্রকাশ করল IAF
মরিয়া চেষ্টার পর খোঁজ মিলেছিল বায়ুসেনার এএন ৩২ (Air Force AN 32 Fighter jet) বিমানের ধ্বংসাবশেষের। আট দিন নিখোঁজ থাকার পর AN-32 Aircraft- ধ্বংসাবশেষ পাওয়া যায়।
নয়া দিল্লি, ১৩ জুন: মরিয়া চেষ্টার পর খোঁজ মিলেছিল বায়ুসেনার এএন ৩২ (Air Force AN 32 Fighter jet) বিমানের ধ্বংসাবশেষের। আট দিন নিখোঁজ থাকার পর AN-32 Aircraft- ধ্বংসাবশেষ পাওয়া যায়। কিন্তু সেখান থেকে জীবীত অবস্থায় কাউকে পাওয়া গেল না। IAF-র পক্ষ থেকে জানানো হয় বিমানের ভিতর থাকা ১৩ জন যাত্রীই প্রাণ হারিয়েছেন। #AN32Aircraft দুর্ঘটনায় প্রাণ হারানোদের নাম হল- জিএম চার্লস, এইচ বিনোদ, আর থাপা, এ তানওয়ার, এস মোহান্তি, এমকে গর্গ, কেকে মিশ্র, অনুপ কুমার, শিরিন, এসকে সিং, পঙ্কজ, পুতিলা এবং রাজেশ কুমার।
গত ৩ জুন ৬ অফিসার, ৫ বিমানকর্মী এবং আরও দুই সেনাকে নিয়ে জোড় হাট থেকে বেলা সাড়া ১২টা নাগাদ অরুণাচল প্রদেশের মেচুকার উদ্দেশে উড়ে যায় এই বিমানটি। আরও পড়ুন- জয়পুরে অবতরণের সময় চাকা ফাটল বিমানের
সেদিন ওই অঞ্চলের আবহাওয়ার অবস্থা খারাপ ছিল। বেলা একটার পর আর ওই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এরপর থেকে AN-32 বিমানটির খোঁজে জোরদার অভিযান শুরু হয়। কিন্তু কিছুতেই খোঁজ মিলছিল না। অবশেষে মঙ্গলবার অরুণাচলপ্রদেশের সিংয়াম জেলার পায়ুম সার্কেলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। বায়ুসেনার একটি এমআই-১৭ হেলিকপ্টার বারো হাজার ফুট উপর থেকে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পায়। বায়ুসেনার একটি টুইটে জানানো হয়েছে, হেলিকপ্টারটি এবার বিস্তৃত এলাকায় তল্লাশি চালাবে।