Mountaineers near the site where the AN-32 aircraft of the Indian Air Force had crashed (Photo Credits: IANS)

নয়া দিল্লি, ১৩ জুন: মরিয়া চেষ্টার পর খোঁজ মিলেছিল বায়ুসেনার এএন ৩২ (Air Force AN 32 Fighter jet) বিমানের ধ্বংসাবশেষের। আট দিন নিখোঁজ থাকার পর AN-32 Aircraft- ধ্বংসাবশেষ পাওয়া যায়। কিন্তু সেখান থেকে জীবীত অবস্থায় কাউকে পাওয়া গেল না। IAF-র পক্ষ থেকে জানানো হয় বিমানের ভিতর থাকা ১৩ জন যাত্রীই প্রাণ হারিয়েছেন। #AN32Aircraft দুর্ঘটনায় প্রাণ হারানোদের  নাম হল- জিএম চার্লস, এইচ বিনোদ, আর থাপা, এ তানওয়ার, এস মোহান্তি, এমকে গর্গ, কেকে মিশ্র, অনুপ কুমার, শিরিন, এসকে সিং, পঙ্কজ, পুতিলা এবং রাজেশ কুমার।

গত ৩ জুন ৬ অফিসার, ৫ বিমানকর্মী এবং আরও দুই সেনাকে নিয়ে জোড় হাট থেকে বেলা সাড়া ১২টা নাগাদ অরুণাচল প্রদেশের মেচুকার উদ্দেশে উড়ে যায় এই বিমানটি। আরও পড়ুন- জয়পুরে অবতরণের সময় চাকা ফাটল বিমানের

সেদিন ওই অঞ্চলের আবহাওয়ার অবস্থা খারাপ ছিল। বেলা একটার পর আর ওই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এরপর থেকে AN-32 বিমানটির খোঁজে জোরদার অভিযান শুরু হয়। কিন্তু কিছুতেই খোঁজ মিলছিল না। অবশেষে মঙ্গলবার অরুণাচলপ্রদেশের সিংয়াম জেলার পায়ুম সার্কেলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। বায়ুসেনার একটি এমআই-১৭ হেলিকপ্টার বারো হাজার ফুট উপর থেকে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পায়। বায়ুসেনার একটি টুইটে জানানো হয়েছে, হেলিকপ্টারটি এবার বিস্তৃত এলাকায় তল্লাশি চালাবে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Two Navy Choppers Collided in Malaysia: ট্রেনিং চলাকালিন মাঝআকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ! মৃত ১০

Delhi: রেস্তরাঁরায় সপ্তাহান্ত উদযাপনের মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হলো ৬ ব্যক্তির 

Stock Market Crash: শেয়ারবাজারে ভারী পতন,কয়েক ঘণ্টার মধ্যে বাজার থেকে উড়ে গেল বিনিয়োগকারীদের ১৪ লক্ষ কোটি টাকা

Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে হৃদরোগে আক্রান্ত ধর্মাচার্য, বায়ুসেনার তৎপরতায় বাঁচল প্রাণ

Republic Day Parade 2024: প্রজাতন্ত্র দিবস উদযাপনে থাকছে ৫১টি বিমান, জানালেন উইং কমান্ডার মনীশ

Indian Air Force: প্রবল ঠাণ্ডার মধ্যেও প্রজাতন্ত্র দিবসের বায়ুসেনার প্যারেড মহড়া তুঙ্গে, দেখুন

Lift Crashed in Noida: ভেঙে পড়ল গগণচুম্বী অফিস বিল্ডিংয়ের লিফট, গুরুতর জখম অবস্থায় আইসিইউ-তে ৫ আইটি কর্মী

Nepal Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত নেপালে ত্রাণ পাঠাল ভারত, দেখুন ছবি ও ভিডিয়ো