I.N.D.I.A Visit Manipur: ২ দিনের জন্য মণিপুরে বিজেপি বিরোধী জোটের ২০ সদস্যের প্রতিনিধি দল (দেখুন সেই ছবি)
সারাদিন রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শন করে আক্রান্তদের সঙ্গে কথা বলবেন তাঁরা। এরপর রবিবার সকাল ১০টা নাগাদ মণিপুরের রাজ্যপাল অনুসূইয়া উইকেইয়ের সঙ্গে দেখা করে শনিবারের পরিদর্শন নিয়ে তাঁর কাছে একটি প্রাথমিক রিপোর্ট দেবে ওই প্রতিনিধি দল।
২ দিনের জন্য মণিপুরে যাচ্ছেন বিজেপি বিরোধী জোটের (I.N.D.I.A) ২০ সদস্যের প্রতিনিধি দল। শনিবার সকালে মণিপুরের উদ্দেশ্যে রওনা দেবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে আছেন গৌরব গগৈ, রাজীব রঞ্জন, কানিমোঝি, সন্দোষ কুমার, এএ রহিম, সুশীল গুপ্তা, অরবিন্দ সাওয়ান্ত–সহ আরও বিরোধী দলের সাংসদরা।
সেখানে পৌঁছে সারাদিন রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শন করে আক্রান্তদের সঙ্গে কথা বলবেন তাঁরা। এরপর রবিবার সকাল ১০টা নাগাদ মণিপুরের রাজ্যপাল অনুসূইয়া উইকেইয়ের সঙ্গে দেখা করে শনিবারের পরিদর্শন নিয়ে তাঁর কাছে একটি প্রাথমিক রিপোর্ট দেবে ওই প্রতিনিধি দল। আজ মণিপুর যাওয়ার আগে অধীর চৌধুরী বলেন-
মণিপুরে দুই মহিলাকে গণধর্ষণ এবং বিবস্ত্র করে ঘোরানোর বর্বরোচিত ঘটনায় সংসদের ভিতরে–বাইরে একজোট বিরোধীরা নরেন্দ্র মোদী সরকারকে চাপে ফেলে দিয়েছে। ঘটনায় বিপাকে পড়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু তাতেও সমালোচনা কমছে না।