Ceasefire In Gaza India Abstained: গাজায় যুদ্ধবিরতিতে ভোটদানে ভারতের বিরত থাকার তীব্র সমালোচনায় প্রিয়াঙ্কা গান্ধী

পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান সহ দক্ষিণ এশিয়ার সব দেশ গাজায় যুদ্ধবিরতি দাবি করে ভোট দিলেও মোদী সরকারের সিদ্ধান্তে ভারত ইজরায়েলকে সুবিধা করে দিতে ভোটদানে বিরত থাকল।

Gaza Bombing (Photo Credit: Twitter)

জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ভোটদানে বিরত থাকল ভারত। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান সহ দক্ষিণ এশিয়ার সব দেশ গাজায় যুদ্ধবিরতি দাবি করে ভোট দিলেও মোদী সরকারের সিদ্ধান্তে ভারত ইজরায়েলকে সুবিধা করে দিতে ভোটদানে বিরত থাকল। ভারতের এই সিদ্ধান্তের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। সোনিয়া তনয়া এক্সে লিখলেন, আমরা গান্ধীর দেশ। গান্ধী বলেছিলেন, চোখের বদলে চোখ দিলে গোটা বিশ্ব অন্ধ হয়ে যাবে। আমি ব্যথিত এবং লজ্জিত যেভাবে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকল। আমাদের দেশ অহিংসার নীতি এবং সত্যের পথে চলা বিশ্বাসী। যে পথ আমাদের স্বাধীনতা সংগ্রামীরা দেখিয়েছেন।"

প্রিয়াঙ্কা বলেন, "গাজাকে যেভাবে অবরুদ্ধ করে সাধারণ মানুষদের অসহায় করে আক্রমণ করা হচ্ছে, সেটা বিরত করার জন্য ভারত ভোটদানে বিরত থাকল তা ভাবা যায় না।"

দেখুন এক্স

দেখুন জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ভোটের ফলাফল

আরব দেশগুলির আনা গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট পড়ে ১২০টি, বিপক্ষে ১৪টি, ভোটদানে বিরত থাকে ভারত সহ মোট ৪৫টি দেশ।

গাজায় ইন্টারনেট, বিদ্যুত বিচ্ছিন্ন করে ক্রমাগত আক্রমণ করা নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন সরব হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে গাজায় জল, খাবার, বিদ্যুত, ইন্টারনেট কিছুই নেই। এর মধ্যেই ইজরায়েলের বাহিনী আকাশপথে, স্থলপথে গাজায় আক্রমণ করছে।

গাজায় যুদ্ধবিরতির বিরোধিতা নিয়ে ইজরায়েলের যুক্তি হল, যুদ্ধবিরতি হলেই হামাস নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে। আর তাদের দেশ থেকে পণবন্দি করে নিয়ে যাওয়াদের মুক্তি দেবে না কিছুতেই।