Hyderabad: রিলসের নেশা কাড়ল প্রাণ, বাইক স্টান্ট করতে গিয়ে মৃত্যু যুবকের
এই ঘটনার নড়েচড়ে বসেছে তেলেঙ্গানা প্রশাসন। রাস্তাঘাটে রিলসের চক্করে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে দেখলেই কড়া পদক্ষেপ করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
নয়াদিল্লিঃ আজকাল রিলসের (Reels) নেশায় বুঁদ বর্তমান প্রজন্ম। পছন্দের রিলস বানাতে গিয়ে জীবনের ঝুঁকি নিতে পিছপা হয় না তারা। আর এ বার এই রিলসেই নেশাতেই অকালে প্রাণ গেল এক যুবকের। ক্যামেরা (Camera) অন করে বাইক স্টান্ট (Bike Stunt)করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের (Hyderabad) হায়াতনগরে। মৃত যুবকের নাম শিব। রিলসের জন্য এ দিন বন্ধুদের সঙ্গে রাস্তায় নেমে বাইক স্টান্ট করছিলেন তিনি। অন্য বাইক থেকে ক্যামেরার সাহায্যে এই স্টান্টের মুহূর্ত রেকর্ড করছিলেন এর এক বন্ধু। এমন সময়ই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারায় তাঁর বাইক। দুর্ঘটনার সময় তীব্র গতিতে ছিল মোটরসাইকেলটি, এমন্টাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে তেলেঙ্গানা প্রশাসন। রাস্তাঘাটে রিলসের চক্করে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে দেখলেই কড়া পদক্ষেপ করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে।