Howrah-Puri Vande Bharat express: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে কতদিন চলবে, ভাড়া কত, থামবে কোথায় কোথায়
আগামী ১৮ মে, বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। নিউ জলপাইগুড়ি-হাওড়ার পর বাংলায় ছুটতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস
আগামী ১৮ মে, বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। নিউ জলপাইগুড়ি-হাওড়ার পর বাংলায় ছুটতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস (Howrah-Puri Vande Bharat express)। প্রায় ৬ ঘণ্টায় হাওড়া থেকে পুরী চলে যাওয়া যাবে। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন। সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পুরীতে পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। আবার পুরীতে রাত সাড়ে ৮টায় ছেড়ে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়ায় আসবে রাত ১.৫০টায়। ট্রেনটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে হাওড়ার।
হাোড়া থেকে পুরী সফরের মাঝে মোট ৭টি স্টেশনে দাঁড়াবে এই বন্দে ভারত এক্সপ্রেস। সেগুলি হল- ১) খড়গপুর, ২) বালাসোর, ৩) ভদ্রক, ৪) জজপুর কেওনঝড় রোড, ৫) কটক, ৬) ভূবনেশ্বর, ৭) খড়দা রোড।
দেখুন টুইট
মোট ১৬টি কোচ থাকবে এই বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেনেটির ভাড়া দেড় হাজার টাকার মত। তবে এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া তিন হাজারের কাছাকাছি।