Howrah-Mumbai Mail: কেন্দ্রের উদাসীনতা আর কত দিন? হাওড়া-মুম্বই মেল লাইনচ্যুত হওয়ায় তোপ মমতার

মঙ্গলবার ভোর ৩:৪৫ নাগাদ হাওড়া-মুম্বইগামী এক্সপ্রেস ট্রেনটি বেলাইন হয়। লাইনচ্যুত হওয়া ১৮টি বগির মধ্যে ১৬টি যাত্রীবাহী কামরা। বাকি দুটির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার।

মমতা বন্দোপ্যাধ্যায় (ছবিঃ ANI)

Howrah-Mumbai Mail Derailment: আরও এক রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয় ট্রেনের পরপর ১৮টি কামরা। দুর্ঘটনায় এখনও অবধি ২ জনের প্রাণনাশের খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। একের পর এক রেল দুর্ঘটনার ধারাবাহিকতায় কেন্দ্র সরকারের নিন্দায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাধারণ নাগরকিকের প্রাণ নিয়ে কেন্দ্রের এই উদাসীনতা কবে শেষ হবে প্রশ্ন করেছেন তৃণমূল নেত্রী।

মঙ্গলবার ঝাড়খণ্ডে (Jharkhand) রেল দুর্ঘটনার খবর মিললেই এক্স হ্যান্ডেলে রণং দেহি মূর্তি ধারণ করেন। কেন্দ্র সরকারের প্রতি ক্ষোভ উগড়ে মমতা লেখেন, 'ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! হাওড়া-ঝাড়খণ্ডের চক্রধরপুর বিভাগে আজ ভোরে মুম্বই মেল লাইনচ্যুত। একাধিক মৃত্যু এবং বিপুল সংখ্যক আহতের দুঃখজনক এক পরিণতি'। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 'রেললাইনে মৃত্যুর এই অবিরাম মিছিল, আর কতদিন আমরা এটা সহ্য করব? কেন্দ্র সরকারের উদাসীনতার কি শেষ হবে না'? দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মমতা।

রেল আধিকারিক সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার ভোর ৩:৪৫ নাগাদ হাওড়া-মুম্বইগামী এক্সপ্রেস ট্রেনটি বেলাইন হয়। লাইনচ্যুত হওয়া ১৮টি বগির মধ্যে ১৬টি যাত্রীবাহী কামরা। বাকি দুটির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার। ট্রেন বেলাইন হওয়ার খবর মিলতেই সেখানে পৌঁছয় রেলের উদ্ধারকারী হল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ।