Uttar Pradesh Road Accident: আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথদুর্ঘটনা, লরি ও বাসের সংঘর্ষে মৃত কমপক্ষে ৬

লরি ও যাত্রীবোঝাই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে উত্তরপ্রদেশে মৃত্যু হল কমপক্ষে ৬ জনের। জখম হয়েছেন আরও ২১ জন। বুধবার দিন সকালে মর্মান্তিক এই পথদুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের কাছে অবস্থিত নাগলা খানগড় পুলিশ স্টেশনের অন্তর্গত আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের )উপরে।

প্রতীকী ছবি (Photo Credit: PTI)

ফিরোজাবাদ: লরি (Truck) ও যাত্রীবোঝাই বাসের (Bus) মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) মৃত্যু (death) হল কমপক্ষে ৬ জনের। জখম হয়েছেন আরও ২১ জন। বুধবার দিন সকালে মর্মান্তিক এই পথদুর্ঘটনাটি (Uttar Pradesh Accident) ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের (Firozabad) কাছে অবস্থিত নাগলা খানগড় পুলিশ স্টেশনের (Nagla Khangar police station) অন্তর্গত আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের (Agra-Lucknow Expressway) উপরে। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও স্থানীয় প্রশাসনের লোকেরা গিয়ে ৬ জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর সঙ্গে সঙ্গে জখমদের তড়িঘড়ি হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঞ্জাবের (Punjab) লুধিয়ানা (Ludhiana) থেকে ৫০ জন যাত্রীবোঝাই একটা বাস উত্তরপ্রদেশের রায়বারিলিতে (Rae Bareli) আসছিল। বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ ৬১ কিলোমিটার রাস্তা পেরনোর পর বাসটির সঙ্গে একটি ভারী ডিসিএম লরির (DCM truck) মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কাটা এত জোরে হয়েছিল যে এর ফলে বাসটি দুটুকরো হয়ে যায় বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের কথায়। এর ফলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। আর  জখম হন ২১ জনের বেশি যাত্রী। খবর পেয়েই নাগলা খানগড় থানার পুলিশ ও প্রশাসনের লোকেরা এসে জখমদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠান।

এপ্রসঙ্গে ফিরোজাবাদের পুলিশ সুপার রাজীব সিং জানান, ১৯ জন যাত্রী যাদের সামান্য আঘাত ছিল তাদের প্রাথমিক চিকিৎসা করিয়ে রায়বেরিলিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর ঘটনাস্থলেই মৃতদের দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিকে এই ঘটনার খবর পাওয়ার পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath) মৃতদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা (condolences) জানিয়ে, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের জখমদের উপযুক্ত চিকিৎসার (treatment) ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।